রমজানের সেরা সকল গজলের লিরিক্স | রমজানের নতুন গজলের লিরিক্স ২০২১ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

রমজানের সেরা সকল গজলের লিরিক্স | রমজানের নতুন গজলের লিরিক্স ২০২১

ইসলামী সংগীত , একটি বছর পরে এলো রমজান, রমজানের সেরা গজল, রমজানের গজল 2021, বাংলা গজল 2021, মাহে রমজান এলো বছর ঘুরে, রমজানের নতুন গজল

    ইসলামী সংগীত ২০২১

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,প্রিয় বন্ধুরা কেমন আছেন?আশা করি আপনারা ভালো আছেন।ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অংশ হচ্ছে ইসলামী সংগীত।ইসলামী সংগীত মাধ্যমে সুস্থ সংস্কৃতি প্রসারতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে ঈমান ও আক্বীদা মজবুদ হয়।সমাজের অশান্তিও অকল্যাণের অন্যতম কারণ হচ্ছে অপসংস্কৃতি।অপসংস্কৃতি দূরীকরণের জন্য বর্তমানে ইসলামী সংগীত এর জোয়ার শুরু হয়েছে।ইসলাম ধর্মাবলম্বী সব শ্রেণীর মানুষের কাছে ইসলামী সংগীত জনপ্রিয়তা লাভ করেছে।যার ফলে প্রত্যেককেই ইসলামী সংগীত শিখতে চায়।প্রিয় বন্ধুরা আজ আমরা ২০২১ সালের রমজানের জনপ্রিয় ইসলামী সংগীত লিরিক্স আপনাদের মাঝে শেয়ার করব

    একটি বছর পরে এলো রমজান

    কটি বছর পরে এলো রমজান এই ইসলামি সঙ্গিত মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।যার ফলে আমরা এ সংগীতের লিরিক্স সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করলাম;

    কথাঃআব্দুল্লাহ আল কাফী

    সুরঃমশিউর রহমান

    একটি বছর পরে আবার

    ফিরে এলো মাহে রমযান

    মুমিন হৃদয়ে পড়লো সাড়া

    উঠলো জেগে নতুন প্রাণ।।

    আল্লাহ তায়ালার তরে রোযা

    পালন করো ওহে গুনাহগার

    নিজের হাতে দিবেন তিনি

    সিয়াম সাধনার পুরস্কার

    রমযানের এই রোযা পালন

    আল্লাহ তায়ালার ফরমান।।

    রমযানের এই মাসে প্রভু

    সত্য পথে গড়বো জীবন

    বিপদ আপদ থাকবেনা যে

    ঠিকমতো হয় যদি রোযা পালন

    রমযান সেতো ঢাল স্বরূপ

    হৃদয় ভরে গাও তার গান।।

    রমজানের সেরা গজল ২০২১

    প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমরা সবসময় ভাল কিছু দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় রমজানের সেরা গজল গুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমরা শেয়ার করছি।আপনারা এই সঙ্গীতগুলো সংগ্রহ করে সঙ্গীত পরিবেশন করতে পারেন।তাছাড়া আপনাদের প্রিয় সংগীত যদি খুজতে চান তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তী আপডেটের আপনার আকাঙ্ক্ষিত ইসলামী সংগীতের লিরিক্স দিয়ে দিব।আমরা সর্বক্ষণ আপনাদের সহযোগিতার জন্য নিয়োজিত।

    ঈদের আমেজে মাতোয়ারা সবে 

    মাহে রমজান শেষে 

    আনন্দে আজ ভরা পৃথিবী 

    খোদা তা’লার আদেশে।

    এসো এসো সবে কাধে কাধ রেখে 

    ঈদ মিলনে যাই 

    গরীব- দুঃখীদের টেনে কাছে এনে 

    হৃদয়ে শান্তি পাই 

    সব ভেদাভেদ ভুলে 

    চলি মোরা সবে মিলে 

    নুতন পরিবেশে।

    মাহে রমজান আসে নাজাত লাগি 

    খোদা তা’লার বিধান 

    ক্ষমার লাগি ভাই 

    মোরা সবে তাই 

    করেছি তার সম্মান। 

    এই উছিলায় মোরা 

    পরকালে পাব ছাড়া 

    জান্নাতে যাব হেসে হেসে।

    রমজানের গজল 2021

    কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

    ওমন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

    তুই আপনাকে আজ বিলিয়ে-দে শোন্‌,আসমানী তাগিদ।।

    তোর সোনা-দানা বালা-খানা সব রাহেলিল্লাহ্‌।

    দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।।

    আজ পড়বি ঈদের নামাজ-রে ,সেই-সে ঈদ গাহে।

    যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

    আজ ভুলে যা-তোর দোস্ত ও দুশমন,হাত মিলাও হাতে।

    তোর প্রেম দিয়ে কর,বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।।

    যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী।

    সেই গরীব ইয়াতিম মিস্কিনে দে যা কিছু মুফিদ।

    বাংলা গজল 2021

    প্রিয় বন্ধুরা অনেকে কলরবের সঙ্গীত শোনতে পছন্দ করেন,সুতরাং আমরাও আপনাদের জন্য কলরবের সেরা রমদানের সঙ্গীত দিয়ে রেখেছি।

    কলরবের সঙ্গীত 

    রমাদান রমাদান রমজান রমজান

    আহালান সাহালান মারহাবান 

    এস এসো এস হে রমাদান (২)

    তুমাকে দেখে ধরনি আমার

    ঠেলেছে দুরে পাপের ও পাহাড় 

    জান্নাত সুখে গড়েছে হৃদয় 

    অন্তরে নামে প্রেম সুধাময়।

    চরাচর জুরে পুন্য দিনের গাান

    রমাদান রমাদান রমজান রমজান

    এস এসো হে রমজান রমাদান 

    রাতের মজসিদে কুরানের সুরে 

    ক্লান্তি চলে যায় দুর বহু দুুুরে (২)

    দয়াময় আল্লাহ বাড়ায় প্রতিদান 

    রমাদন রমাদান রমজান রমজান 

    আহালান সাহালান মারহাবান

    এসো এসো এসো হে রমাদান।   

    মাহে রমজান এলো বছর ঘুরে 

    মাহে রমজান এল বছর ঘুরে

    মুমিন মুসলমানের ধারে ধারে

    রহমতেরই বাণী নিয়ে

    মাগফেরাতের পায়গাম নিয়ে

    এল সবার মাঝে আবার ফিরে

    গুনাহ মাফের এইতো সুযোগ

    প্রভুর প্রিয় হবার এইতো সুযোগ

    এই সুযোগে নাও গো তুমি প্রভুর-রঙে জীবন রঙিন করে

    পাপী তাপী আয়রে ছুটে

    প্রভুর রহম তোরা নেরে লুটে

    পাহাড় সমান গুনার বোঝা দেবেন-রহিম সবই ক্ষমা করে

    মাহে রমজান এল বছর ঘুরে

    মুমিন মুসলমানের ধারে ধারে

    রমজানের নতুন গজল ২০২১

    সৃস্টি যত সবার মাঝে সুখে

    হাওয়া বয়ে যাক (২)

    শুন মানুষ ডাকছে তুমায় 

    রমজানোল মোবারক (২)

    সেহরি তে জাগার মাঝে 

    মুমিন যে পায় কি শান্তি 

    ইফতারিতে সুখ অনাবিল 

    তাহার মাঝে নেই যে ফারক

    আসলে ফিরে নাজাত পাবে

    আল্লাহ তালার শুনলে ডাক

    শুনো মানুষ ডাকছে তুমায়

    রমজানোল মোবারক

    এই সুযোগ আর পাবি নারে

    জিবন টারে করতে পাক

    শুনো মানুষ ডাকছে তুমায়

    রমজানুল মোবারক (৩)

    tags: ইসলামী সংগীত , একটি বছর পরে এলো রমজান, রমজানের সেরা গজলরমজানের গজল 2021, বাংলা গজল 2021, মাহে রমজান এলো বছর ঘুরে, রমজানের নতুন গজল

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com