ফুচকা তৈরির সহজ রেসিপি । বাড়িতে বসেই যেভাবে ফুচকা তৈরি করবেন

RA Tipu
0

 

ফুচকা রেসিপি,ফোসকা রেসিপি,fuska recipe,foska,চটপটি রেসিপি,ফুসকা পিকচার,ফুসকার ছবি,গোলগাপ্পা,fuska banano recipe,doi fuska recipe,fuska recipe bangla,fuska recipe in bangla language

    ফুচকা রেসিপি । ফোসকা রেসিপি

    আসসালামু আলাইকুম,প্রিয় ফুচকা প্রেমী বন্ধুরা কেমন আছেন?আশা করি আল্লাহ অশেষ কৃপায় ভালো আছেন।আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।আজ আমরা ফুচকা প্রেমীদের জন্য নিয়ে আসলাম ফুচকা রেসিপি ।যারা খুব বেশি ফুচকা পছন্দ  করে  তারা  অবশ্যই  বাইরে ফুচকা খেয়ে অভ্যস্ত।যারা ফুচকা পছন্দ করেন তাদের জন্য প্রতিদিন ফুচকা খাওয়ার ট্রেডিশন হয়ে যাচ্ছে।অনেকে  আবার  দলগতভাবে ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু করে।বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েরা বেশি ফুচকা পছন্দ করো।ফুচকা  প্রেমি  মেয়েরা  যদি বাইরে না যায় তাহলে তাদের খাওয়ার অব্যাহত থাকে না।আর যদি ফুচকা রেসিপি আপনার জানা থাকে তাহলে ঘরে বসেই  আপনার  মন মত  ফুচকা তৈরি করতে পারবেন।ফুচকা প্রেমীদের জন্য তাদের নিজের হাতে তৈরি করা ফুচকা খাওয়ার মজাই আলাদা।আর  আজ  আমরা  আলোচনা করব কিভাবে ফুচকা তৈরি করতে হয়।

    Assalamu alaikum, how are you dear Fuska lovers? I hope you are well by the grace of Allah. I am also good Alhamdulillah. Today we have come up with Fuska lovers for Aslam Fuska recipes. For them, it is becoming a tradition to eat Fuska every day. Many people start competing to eat Fuska in groups. Especially girls prefer Fuska more than boys. If Fuska lovers do not go out, they will not continue eating. You can make Fuska like your mind while sitting at home. For Fuska lovers, the fun of eating Fuska made by their own hands is different. And today we will discuss how to make Fuska.

    fuska recipe । foska

    সবাই ফুচকা খেতে কম বেশি পছন্দ করে।কিন্তু নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে ফুচকা।হরহামেশাই খেয়ে ফেলা হয় ৪০-৫০ টাকার ফুচকা  রাস্তার ধারে ।রাস্তার ধারে ফুচকাওয়ালা যার কাছ থেকে ফুচকা খেতে খুব বেশি পছন্দ করেন নারীরা।বিশেষ করে স্কুল,কলেজ,ভার্সিটির ছাত্রীরা বেশি পছন্দ করেন। কারণ বেশিরভাগ সময় ফুচকা ওয়ালাদের  কাছ  থেকে  খেতে দেখা যায় স্কুল, কলেজ,ইউনিভার্সিটি ছাত্রীরা।কিন্তু এখন লক্ষ্য করলে দেখা যায় রাস্তায় ধারে ফুচকা ওয়ালাদের কাছ থেকে  বিভিন্ন  বয়সের  মানুষেরা  ফুচকা খাচ্ছে ।ফুচকা এখন বিভিন্ন বয়সী মানুষের কাছে খুব জনপ্রিয় একটি খাদ্য।আমাদের এই আয়োজনে থাকছে ঘরোয়াভাবে ফুচকা তৈরীর রেসিপি

    Everyone likes to eat Fuska more or less. But the most preferred food for women is FuskaFuska is always eaten for 40-50 tk on the side of the road. Varsity students prefer. Because most of the time, school, college, university students are seen eating from Fuska Wales. Homemade Fuska Recipe.


    আমাদের দেশে যে সকল সুস্বাদু ও আকর্ষণীয় খাবার রয়েছে তার মধ্যে ফুচকা অন্যতম।ফুচকা মূলত বিভিন্ন উপকরণ মিশ্রিত একটি খাদ্য।ফুচকার  প্রতি মানুষের লোভনীয়তার প্রধান কারণ হচ্ছে টকওঝাল।ফুচকার সব উপকরণের মধ্যে টক-ঝাল মানুষের কাছে অতিপ্রিয়।

    Fuska is one of the most delicious and interesting foods in our country. Fuska is basically a food mixed with different ingredients.

    ফুসকা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় স্ট্রিট ফুড। আমি বাজি ধরেছি যে বিদেশে বসবাসকারী প্রতিটি বাংলাদেশী তার অনন্য মশলাদার, টক, খসখসে স্বাদটি বাদ দেয়। তবে আমরা সহজেই এটি বাড়িতে তৈরি করতে পারি এবং বিদেশে দেশি গন্ধ উপভোগ করতে পারি। এটি কিছুটা দীর্ঘ প্রক্রিয়া, আপনি যদি ফুসকার শেলটি আগে তৈরি করেন তবে তা কম ঝামেলা হবে। কেবল একটি জিনিস (তালমাখানা) বিদেশে প্রবেশ করা কঠিন হবে। আপনি এটি বাংলাদেশ থেকে আনতে পারেন। এমনকি আপনি ভারতীয় মুদি থেকে রেডিমেড ফুসকার শাঁস কিনতে পারেন। তবে আমি সবসময় ঘরে তৈরি পছন্দ করি।

    Fuska is the most popular street food in Bangladesh. I bet that every Bangladeshi living abroad misses out on its unique spicy, sour, crunchy taste. But we can easily make it at home and enjoy the local flavor abroad. This is a bit of a long process, it will be less troublesome if you make the blower shell earlier. Only one thing (Talmakhana) will be difficult to enter abroad. You can bring it from Bangladesh. You can even buy readymade fuskar shells from Indian grocers. But I always like homemade.

    চটপটি রেসিপি । ফুসকা পিকচার

    অনেকে ফুচকা তৈরির সহজ রেসিপি খোজাখুজি করেন।আমাদের এই আয়োজনে ছবির সাহায্যে খুব সহজে ফুচকা তৈরীর রেসিপি দেখানো হবে।নিচে দেওয়া তথ্যগুলো অনুসরণ করে আপনার বাসায় তৈরি করতে পারেন অসম্ভব সুস্বাদু জনপ্রিয় এই খাবারটি।

    ফুচকা তৈরীর জন্য যেসকল উপকরণের প্রয়োজন তা হচ্ছেঃ-

    ১। এককাপ সুজি

    ২। ২-৩ টেবিল চামচ ময়দা

    ৩। ১-৪ চা চামচ বেকিং সোডা

    ৪। লবণ পরিমান মত

    ৫।তেল পরিমান মত

    ৬। পানি (ডো তৈরি করতে)

    Many people are looking for easy recipes for making fuskar. In this event, we will show you the recipe for making fuskar very easily with the help of pictures. You can make this impossibly delicious popular dish at home by following the information given below.

    Here are some of the ones I found to be interesting:

    1. A cup of semolina

    2. 2-3 tablespoons flour

    3. 1-4 teaspoons baking soda

    4. Like the amount of salt

    5. Like the amount of oil

    . Water (to make dough)

    পদ্ধতিঃ

    সব উপকরণ মিক্স করে নিয়ে তাতে প্রয়োজনমতো পানি দিয়ে  ডো তৈরি করতে হবে।খেয়াল রাখতে হবে যাতে  ডো  খুব বেশি নরম না হয়।ডো তৈরি করার সময় তেল দিবেন না।২০-৩০ মিনিটের জন্য একটি ভেজা কাপড় দিয়ে  ডো দিয়ে  ঢেকে রাখতে হবে।২০-৩০ মিনিটের পর কাপড় সরয়ে একটু ময়ান করে নিতে হবে।

    এবার একটি রোলিং বোর্ডে আটা ছিটিয়ে নিন।একটু পাতলা করে ডো বেলে নিয়ে আনুমানিক ২ ইঞ্চি করে  গোল  গোল  অংশে  কেটে  নিবেন।

    ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন কেটে নেওয়া অংশগুলো।কারণ শুকিয়ে গেলে ভাজার সময় ফুলবেনা। এবার ডো থেকে যে কাটা অংশগুলো ভেজে নেই।তেলে দেওয়ার সাথে সাথে ফুচকা ফুলে উঠবে এবং ফুচকা সোনালী ও বাদামী রঙ চলে আসবে।এবার একটি তেলে ভাজা হয়ে গেলে আরেকটি ভাজুন,এভাবে সবগুলো ভাজতে হবে।একই সাথে একের অধিক ফুচকা তেলে ভাজার জন্য দিবেন

    Mix all the ingredients and make dough with water as required. Care should be taken so that the dough is not too soft. Do not add oil while making the dough. Cover with dough with a wet cloth for 20-30 minutes. After 30 minutes, remove the cloth and take a little mayan.

    Now sprinkle the flour on a rolling board. Take a little thin sand and cut it into round pieces by approximately 2 inches.

    Cover the cut parts with a wet cloth. Because when it is dry, it will not swell during frying. Now the cut parts from the dough are not fried. As soon as you add the oil, the fuskar will swell and the fuskar will turn golden and brown. Now fry in one oil and fry another, thus frying all of them. Give more than one fuskar for frying at the same time.

    fuska recipe bangla । fuska recipe in bangla language


    ফুচকা গুলোর তেলে ভাজা হয়ে গেলে তা উঠিয়ে একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তার উপর রাখুন । ফুচকা গুলো ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে রাখুন।

    শুধু ফুচকাঃ

    প্রথমে 2 কাপ ময়দা সাথে পরিমাণ মত পানি লবণ ও সরিষা গুঁড়া একসাথে নিয়ে মোলায়েমভাবে খেয়ে নিন। এরপর ছোট ছোট করে রুটির মত বেলে নিয়ে কেটে ফেলুন এবং ডোবা তেলে ভাজতে থাকুন। ভাজতে ভাজতে যখন ফুলে বাদামী রঙ হবে তখন তুলে ফেলুন।এই নিয়মে শুধু আপনারা ফুচকা তৈরি করবেন।

    ফুচকার পুরঃ

    ৫ থেকে ৬ ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটরের ডাল ও কুচি করে কাটা আলুর সাথে ২টেবিল চা চামচ করে আদা বাটা ,রসুন বাটা  ,জিরা বাটা,গরম মসলা বাটার নিয়ে তেল দিয়ে ভাল করে রান্না করতে হবে।তারপর রান্না করা ডালের সাথে ভাজা শুকনো মরিচের গুঁড়ো চটপটির মসলা,পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে পুর তৈরি করতে হবে।

    তেতুলের টকঃ

    এক ঘন্টা আগে ভিজানো তেতুলের সাথে কুচি করে কাটা ধনেপাতা,কুচি করে কাটা কাঁচামরিচ ও বীটলবণ দিয়ে  ভালো  করে  নিলেই হয়ে যাবে তেতুলের টক।

    পরিবেশনঃ

    এবার অনেক সহজ কাজ।ভাজা ফুচকার পুর ভরে ফুচকা তৈরি করুন এবং আলাদাভাবে টক দিয়ে পরিবেশন করুন। তাহলেই হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় ফুচকা।

    Once the fuska is fried in oil, take it out, spread tissue paper on a plate and place it on it. When the fluff has cooled, place in an airtight box.

    Just fuska 

    First take 2 cups of flour with an equal amount of water, salt, and mustard powder and eat it softly. Then cut it into small pieces like bread and keep frying in the dipping oil. When frying, when the flower turns brown, remove it. In this rule, only you will make fuska.

    Fuska Pur

    5 to 6 hours before soaking the peas and chopped potatoes with 2 tablespoons ginger paste, garlic paste, cumin paste, hot spice butter and cook well with oil. You have to make ours by mixing it well with spices and onion powder.

    Tamarind pickle

    An hour ago, soak the tamarind with chopped coriander leaves, chopped green chilies, and beetle salt.

    Serve:

    Now it is a very easy task. Make fuska by filling it with fried fuska pur and serve it separately with toka. Then it became a very tasty and popular fuska.

    fuska banano recipe । doi fuska recipe

    আমরা যদি আরো সহজে বলি তাহুলেঃ 

    তেল ভাজার জন্য__ 

    তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে একটু শক্ত দলা বানিয়ে ১৫/২০ মিনিট ঢেকে রাখতে হবে , তারপর রুটির মত বেলে ছোটো গোল গোল করে কেটে নিতে হবে , রুটি গুলো পাতলা হবে না। ফুচকা গুলো গরম ডুবো তেলে মাঝারি আচে মচমচে করে ভেজে নিতে হবে। ফুচকা ভাজার সময় যখন গরম তেলে দেওয়া হবে ফুচকা একটু চেপে ধরতে হবে তাহলে ফুলে উঠবে।

    All the ingredients except oil should be mixed together and made into a little hard lump and covered for 15/20 minutes, then the sand should be cut into small rounds like bread, the bread should not be thin. The fuska should be fried in hot deep oil with medium ache. When fuska is fried, it will swell when it is given in hot oil.

    ফুচকার পানি তৈরি করবেন যেভাবে-

    পানি– পাঁচকাপ  

    তেঁতুলের কাথ– দুই টেবিল চামচ

    পুদিনা পাতা কুচি– এক কাপ

    ধনেপাতা কুচি–এক কাপ

    কাঁচা লঙ্কা কুচি– এক টেবিল চামচ

     লঙ্কাগুঁড়ো– এক চামচ (পরিমাণ মত) 

    How to make fuska water-

    Water - five cups

    Tamarind extract - two tablespoons

    Mint leaf powder - one cup

    Coriander leaves - one cup

    Raw chilli powder - one tablespoon

      Chili powder - one tablespoon (like quantity)

    ফুসকার ছবি । foska


    লবণ– পরিমাণমত

    বিট লবন– এক টেবিল চামচ

     চাট মশলা– এক টেবিল চামচ

     পুর তৈরি করবেন যেভাবে-

    ডাবলি-বুট সেদ্ধ

    সিদ্ধ আলু মাখা– এক কাপ 

    মুড়ি মশলা– এক চা চামচ

     লঙ্কাগুঁড়ো– এক চা চামচ

     বিট লবণ– এক চা চামচ

     লবণ- পরিমাণমত

    Salt - Quantitatively

    Beet salt - one tablespoon

    Chaat masala - one tablespoon

    How to make pur-

    Double-boot boiled

    Boiled mashed potatoes - one cup

    Muri masala - one teaspoon

    Chili powder - one teaspoon

    Beet salt - one teaspoon

    Salt- Quantitatively

    গোলগাপ্পা

    পদ্ধতি: 

    পানি তৈরির সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে৷ তারপর এতে ৩-৪ কাপ পানি দিতে হবে৷ পুর তৈরির সব মশলা একসাথে মাখুন। শুকনো ফুচকার মাঝে সামান্য আঙুলের চাপ দিয়ে গর্ত করে, তাতে পুর ও তৈরি করা তেঁতুল পানি দিয়ে খেতে থাকুন৷ 

    Method:
    All the ingredients for making water should be blended well together Then add 3-4 cups of water Butter all the spices together to make pur. Make a hole in the middle of the dried foska with a little finger pressure, fill it with tamarind water and keep eating.


    tags: ফুচকা রেসিপি,ফোসকা রেসিপি,fuska recipe,foska,চটপটি রেসিপি,ফুসকা পিকচার,ফুসকার ছবি,গোলগাপ্পা,fuska banano recipe,doi fuska recipe,fuska recipe bangla,fuska recipe in bangla language

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)