বাংলা ভালোবাসার রোমান্টিক প্রেমের ছোট কবিতা ২০২৪ | Bangla romantic poem 2024

Educational help
1

 

ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা, রোমান্টিক প্রেমের কবিতা, রোমান্টিক প্রেমের ছোট কবিতা, বাংলা ভালোবাসার কবিতা, বাংলা রোমান্টিক কবিতা,

    ভালোবাসার কবিতা 

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালোবাসার কবিতাপ্রেমের কবিতারোমান্টিক প্রেমের কবিতাবাংলা ভালোবাসার কবিতা । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    Assalamu Alaikum Warahmatullahi Barkatuhu on behalf of Time of BD. Dear readers, how are you all? I hope you are all well. Alhamdulillah, I am also fine with your prayers. Today we have brought among you love poems, love poems, romantic love poems, Bengali love poems. I hope you like it a lot.

    প্রেমের কবিতা | প্রেমের কবিতা ২০২৪

    খুলে দিয়ে মনের দখিণা দ্বার

     শুল্কসন্ধ্যা চৈত্রমাসে,

     মধুমাসের মধু মিলনে বাসন্তীরং এ

     কবির মনে প্রেম আসে।

     একলা দাঁড়ায়ে বকুল তলায়

     বাতাসে উড়িয়ে লাল শাড়ি,

     প্রভাতী মেঘে ফের বায়না ধরে

     মেয়ে তোমার কোথায় বাড়ি।

     জানতে চাইলে সবুজ বন

     বলবে তখন কবির মন

     ভালবাসি রাশি রাশি

     মেয়ের রেশম কালো চুল,

     তখন সবুজের বন দিবে উপমা

     ভালবাসায় নেই কো ভুল।

    Open the south door of the mind

     In the evening of Chaitra,

     At Basantirang in the honeymoon of the honeymoon

     Love comes to the mind of the poet.

     Bakul stood alone on the floor

     Red sari is blown in the wind,

     In the morning clouds the baina again

     Girl, where is your house?

     If you want to know about the green forest

     The poet's mind will say then

     Love star star

     Girl's silk black hair,

     Then the green forest will give an analogy

     There is nothing wrong with love.


     সোনায় সোহাগা মেয়ের রূপ

     কাজল বরণ আঁখি,

     সুরের দানে মান অভিমানে

     তুমি যে আমার পাখি।

     হাজার বছরের স্বর্ণালী প্রেম

     কাচের চুড়ি যেচে,

     প্রেমিক পুরুষ তা আনিতো কিনে

     প্রেমিকা নিতো নেচে।

     তেমনি হওয়া চাই মেয়ের প্রেম

     জড়িয়ে কবির কোল,

     তখন আহ্লাদে প্রাণ ধরিবে যে গান

     ভালবাসার নেই কো ভুল।

    The form of Sohaga girl in gold

     Kajal Baran Ankhi,

     The value of the melody is haughty

     You are my bird.

     A thousand years of golden love

     Glass bangles,

     The boyfriend bought it

     Lover Nito dances.

     That's how I want my daughter's love to be

     Embraced poet's lap,

     Then the song that will bring joy to life

     There is nothing wrong with love.

    রোমান্টিক কবিতা | রোমান্টিক কবিতা ২০২৪

    ভালোবাসা-

     গায় সাম্যের গান

     সুর মাধুর্য ভাঙে শৃঙ্খল।

     ভালোবাসা-

     ভাসে মুক্ত ভেলায়

     পালতোলা নাওয়ে উজান বেলায়।

     ভালোবাসার-

     নাই কূল প্রান্তর-

     নাই তল, নাই সমতল।


     ভালোবাসা-

     তো জীবন্ত সজীব

     ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ।

     ভালোবাসা-

     বলে হতে আমর

     বিলিয়ে দিতে যা সুন্দর।

     ভালোবাসা-

     এক অম্লান আশা

     অনন্ত অক্ষর যার ভাষা।

     ভালোবাসা-

     নয় পাবার আশা

     যা সুন্দর অন্তরে মাখা।

     ভালোবাসা-

     মানে অকৃত্রিম শ্রদ্ধা

     মনের মধ্যে স্পষ্ট ব্যক্ত।


     ভালোবাসা-

     মানে পবিত্র আত্মা

     অসীমের মাঝে শৃঙ্খল সত্তা।

     ভালোবাসা-

     হয় তরল পাতলা

     প্রয়োজনে সে কঠিন অখণ্ড।

     ভালোবাসা-

     হয় শান্ত প্রকৃতিৱচারি ধার উজ্জ্বল অতি।

     ভালোবাসা-

     হয় স্বার্থ ত্যাগী

     অন্যের মঙ্গল প্রথম দাবি।

     ভালোবাসা

     মানুষের অন্তরে ধ্বনি

     যার ব্যাপ্তি অনন্ত কাহিনী।

     ভালোবাসা-

     তো উন্নত অতি-

     কঠোর মানে মোমের বাতি।

     ভালোবাসা-

     তো অনন্য উপলব্ধি

     অসীম জ্ঞানের সূক্ষ্ম উক্তি।

     ভালোবাসা-

     জানে জীবনের মানে

     আনন্দ দুঃখের ক্ষণে-ক্ষণে


     ভালোবাসা-

     জানে মুক্ত হতে ভালোবেসে ধরণী ভরিয়ে দিতে।

     ভালোবাসা-

     বলে মরু প্রান্তরে

     তপ্ত রোদে দৃপ্ত পদে।

     ভালোবাসা

     উড়ে মুক্ত মনে

     দ্বিধাহীন কোন অন্ত প্রাণে।

     ভালোবাসা-

     আসে স্বর্গ হতে

     মহৎ সে জানান দিতে

    Love-

     Guy's song of equality

     The melody breaks the chain.

     Love-

     Floating on a free raft

     At the top of the sailing boat.

     Love-

     Nai Kool Prantra-

     No floor, no plane.

    Love-

     So alive

     Frightened burning lamp.

     Love-

     Amr to say

     Which is beautiful to give away.

     Love-

     One unfulfilled hope

     Infinite letters whose language.

     Love-

     Hope not to

     Which is smeared on beautiful hearts.

     Love-

     That means genuine respect

     Expressed clearly in the mind.

    Love-

     That means the Holy Spirit

     A chained entity in the midst of the infinite.

     Love-

     The liquid is thin

     If necessary he is solidly intact.

     Love-

     Either the quiet nature is very bright.

     Love-

     Is selfless

     The welfare of others is the first claim.

     Love

     Sounds in the human heart

     Whose scope is an eternal story?

     Love-

     So advanced super-

     Strict means wax lamp.

     Love-

     So unique realization

     The subtle utterance of infinite knowledge.

     Love-

     Knows the meaning of life

     In moments of joy and sorrow.

    Love-

     Knows to be free to fill the earth with love.

     Love-

     In the desert

     In the strong position in the hot sun.

     Love

     Feel free to fly

     Without any hesitation.

     Love-

     Comes to be heaven

     Great to let him know

    রোমান্টিক প্রেমের কবিতা | রোমান্টিক প্রেমের কবিতা ২০২৪

    বলতে পারো?

     কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসে

     কোন মেঘেতে সূর্য,

     কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’ 

     কোন মেঘেতে বজ্র।

     কোন গগনে তারার মেলা

     ‘শুকতারা’ ‘অরূন্ধতী’, 

     কোন্ আকাশে ‘পূর্ণিমা’ চাঁদ

     নিশীথ প্রদীপ বাতি।

     কোন হাওয়াতে ভেসে বেড়ায়

     মিষ্টি-মধুর শব্দ,

     কোন দিঘীটার শীতল জলে

     ফোটে আমার ‘পদ্ম’।

     কোন বাগিচায় নীল ভোমরা

     গুন গুন গান গায়,

     কোন বাতাসে জংলী ফুলের

     সুবাস পাওয়া যায়।

     কোন্ সুর’টি মন ছুঁয়ে যায়

     নিত্য আমার সাথী,

     কোন শাখাতে দোল খেয়ে যায়

     হলদে ‘সোনাপাখী’।

     কোন বনে’তে পেখম মেলে

     নাচে ‘ময়ূরী’, 

     কোন মনে’রি ‘কৃষ্ণ – রাধা’ য়

     হয়না ছাড়াছাড়ি।

     পারলে না ভাই পারলেনা তো

     এমন সহজ ধাঁধাঁ,

     আজ তাহলে বলবো না আর

     থাক সে বুকেই বাঁধা।

    Can you tell?

     ‘Rain’ laughs in a cloud

     The sun in a cloud,

     'Jhiri Hawa' in a cloud

     Lightning in a cloud.

     No stars in the sky

     ‘Shukatara’ ‘Arundhati’,

     In which sky is the 'full moon'

     Nishith Pradeep Bati.

     Floating in any wind

     Sweet words,

     In the cold water of a lake

     My 'Padma' in bloom.

    Blue bumblebees in any garden

     Gun sings,

     Wildflowers in any wind

     The fragrance is available.

     Which melody touches the mind?

     Always my partner

     Swings on any branch

     Yellow ‘golden bird’.

     Peckham matches in any forest

     Dance ‘Peacock’,

     In any mind ‘Krishna-Radha’

     Don't leave.

     If you can't, brother, you can't

     Such a simple puzzle,

     Today I will not say anymore

     Stay tied to his chest.

    রোমান্টিক প্রেমের ছোট কবিতা | রোমান্টিক প্রেমের ছোট কবিতা ২০২৪

    আমি আছি ততোদিন

     তুমি রবে যতদিন

     স্বপ্ন যাবে তত দূর

     তুমি নিবে যতদূর।

     প্রিয়তমা ও প্রিয়তমা

     আমায় ছেড়ে যেও না

     বৃথা কষ্ট দিও না

     স্বপ্নটা ভাঙিও না।

     আমি যখন ঘুমিয়ে থাকি

     স্বপ্নে শুধু তোমায় দেখি

     আমি যখন জেগে থাকি

     কল্পনাতে তোমায় খুজি।

     দূরে তাই যেও না

     দূরত্ব বাড়িয়ে

     আমাকে ছাড়িয়ে

     আমারই জীবন থেকে

     স্বপ্নগুলো রেখে।

     স্বপ্নগুলো স্বপ্নই রবে নাকি আমার জীবনে

     তা সত্যি হবে

    I've been there for so long

     As long as you cry

     The dream will go so far

     As far as you take.

     Beloved and beloved

     Don't leave me

     Don't bother in vain

     Don't break the dream.

     When I'm asleep

     I only see you in my dreams

     When I wake up

     I look for you in my imagination.

     So don't go away

     Increasing the distance

     Exceed me

     From my life

     Leaving the dreams.

     Dreams are dreams or my life

     That would be true

    বাংলা ভালোবাসার কবিতা | বাংলা ভালোবাসার কবিতা ২০২৪

    প্রতিক্ষা

    একদিন শান্ত সকালে

     স্কুলের কোলাহলে

     নিতান্তই খেলাচ্ছলে

     দিয়েছিলো সে প্রস্তাব

     অবাক নয়নে চেয়ে থাকলাম

     ক্রোধে ফেটে পড়লাম

     নিজেকে বললাম

     আমি কি প্রেমে পড়লাম

     অবশেষে বুঝলাম

     মনে মনে হাসলাম

     নিজেকে বোঝালাম

     তারই মাঝে হারালাম

     আজ আমি চেয়ে থাকি

     মনে মনে শুধু ভাবি

     সে আবার আসবে নাকি

     বলতে আমায় ভালোবাসি ।

    Response

    One quiet morning

     In the noise of school

     Just playing

     He offered

     I looked with surprised eyes

     I exploded in anger

     I told myself

     I fell in love

     I finally understood

     I smiled to myself

     I understood myself

     I lost in the middle of it

     Today I want

     I just think

     Will he come again?

     Love to say

    বাংলা রোমান্টিক কবিতা | বাংলা রোমান্টিক কবিতা ২০২৪

    যেদিন তুমি ধরেছিলে হাত, কেঁদেছিলে কোন সুখে

     চোখের ভাষায় বুঝিয়েছিলে সব, এসেছিলো যা মুখে-

     গভীর সুখে রেখেছিলে মাথা আমার ব্যথার বুকে

     ভেবেছিনু হায়, এই বুঝি প্রেম, মরিব দুজন ধুকে।

     কোথাকার নদী কোথায় মিশেছে, সাগরে মুক্তি তার

     তব মুখখানি না দেখিলে মোর হইতো হ্রদয় ভার-

     সেই চিঠি পেয়ে ছুটে আসিতে আমার বক্ষ দ্বার

     ভেবেছিনু হায়, এই বুঝি প্রেম, কাঙালের কারবার।

     চোখ ভাসায়ে কাঁদিতে তুমি, যত দুঃখে আমার

     তোমারে হাসায়ে ধরেছি যে সুখ, হয়েছে কবে কার-

     হারাতে চেয়েছি যে ওপারের দেশে, পৃথিবী যে কোন ছার

     ভেবেছিনু হায়, এই বুঝি প্রেম; সাধ জাগে মরিবার।

     হেটেছি কত দুরের পথ দুজনে ধরিয়া হাত

     চোখের পরে চোখ রেখে যে, কেটেছে কতনা রাত-

     ভেবেছি এভাবে যাক যুগ যুগ, এভাবে আসুক নিপাত

     ভেবেছিনু হায়, এই বুঝি প্রেম; সুখেরই ঝঞ্ঝাপাত।

     সব নদী হায় বয়ে বয়ে যায়,তবু কভু হয় ক্ষয়

     তেমনি করিয়া ছাড়িয়া গিয়েছো, শুন্য করে হ্রদয়-

     দু’হাত শুধু শুন্যে তুলেছি আনবো তোমারে ফিরায়

     ভেবেছিনু হায়, এই বুঝি প্রেম; হ্রদয়ের দুঃসময়।

     আমারে লুকায়ে যাবে কতদুর, দেখা যে হবে আবার

     আমি যে কোথাও আবার হারাবো চোখে চোখ রেখে তোমার-

     আসিতেছি আমি তোমার কাছে, খুলে রাখো তব দ্বার

     বুঝেছিযে হায় এরে কয় প্রেম, ‘আশা, পুনঃমিলিবার’।

    The day you held hands, you cried with no happiness

     Everything was explained in the language of the eyes, which came in the face-

     He kept his head in the chest of my pain with deep happiness

     I thought, oh, I understand this love, two dead dukes.

     Where the river emerges, its release into the sea

     Then if I didn't see the face, I would have felt the weight of the lake-

     After receiving that letter, I rushed to the door

     Alas, I understand this is love, the business of the poor.

    You are crying with tears in your eyes, as much as I am sad

     I laughed at you that happiness, when did it happen-

     I wanted to lose that in the other country, any ashes in the world

     Alas, this is love; Sadh wakes up and dies.

     I walked a long way holding hands

     Eye after eye, how many nights have passed-

     I thought let it be like this for ages, let it be like this

     Alas, this is love; Happiness is a storm.

    Alas, all the rivers flow but never erode

     You have left like that, emptying the lake-

     I just raised my hands and brought them back to you

     Alas, this is love; Bad times of the heart.

    How far you can hide from me, see that again

     Wherever I lose again, keep an eye on your-

     I'm coming to you, keep the door open

     Understood how much love, ‘hope, reunion’.

    Tag: ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা, রোমান্টিক প্রেমের কবিতা, রোমান্টিক প্রেমের ছোট কবিতা, বাংলা ভালোবাসার কবিতা, বাংলা রোমান্টিক কবিতা, 

    Post a Comment

    1Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment