ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, ভাব সম্প্রসারণ এর তালিকা এবং গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণসমূহ

বাংলা ভাব সম্প্রসারণ,ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, ভাব সম্প্রসারণ তালিকা, ভাব সম্প্রসারণ pdf, বাংলা ভাবসম্প্রসারণ লেখার নিয়ম


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। সবাই আশা করি আল্লাহর অশেষ দয়ায় ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালোই আছি। 

আমরা আজ আপনাদের সাথে ভাব-সম্প্রসারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করব।আপনারা অনেকেই বিভিন্ন সাইটে খোঁজ  করতেছেন ভাব সম্প্রসারণ। কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না সবগুলো ভাবসম্প্রসারণ।আমি আপনাদেরকে সবগুলো ভাব সম্প্রসারণ আজকে এই পোস্টটিতে শেয়ার করবো। ভালোভাবে মন দিয়ে আপনারা এই পোস্ট পড়বেন, যাতে আপনাদের উপকৃত হতে পারে এই পোস্টটি। অনেকগুলো ভাব-সম্প্রসারণ একসাথে লেখা হয়েছে যার জন্য কোথাও যদি বানানের ভুল হয় তাহলে আপনারা নিজের দায়িত্বে সেই বানানটা সঠিক করে নিবেন। যেহেতু সবগুলো ভাব সম্প্রসারণ একই পোস্টে আমরা শেয়ার করেছি সেহেতু আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারা আছে সবার মাঝে ফেসবুক টুইটারসহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। 

    বাংলা ভাব সম্প্রসারণ

    ভবের সুসংগত সার্থক প্রসারণেই বাংলা ভাব সম্প্রসারণ। আবৃত কে উন্মোচিত,সংকেতকে নির্ণীত করে তুলনীয় দৃষ্টান্ত ও প্রবাদ প্রবচন এর সাহায্যে সহজ ভাষায় ভবের বিন্দুকে বিস্তার করার নাম ভাব-সম্প্রসারণ। বাংলা ভাব সম্প্রসারণ সাধারণত কবিতা ভাগ গদ্যের ২ একটি তাৎপর্যপূর্ণ বা ভাবব্যঞ্জনাময় চলন হিসেবে দেয়া হয়।এই ভাব ব্যঞ্জনায় লুকায়িত থাকে মানব জীবনের কোন মহৎ আদর্শ কিংবা কোন ব্যক্তি চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য নৈতিক কোন বিচ্যুতি। বাংলা ভাব সম্প্রসারণ এর সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে প্রয়োজনীয় যুক্তি বিশ্লেষণ উপমা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে হবে। বাংলা ভাব সম্প্রসারণ এর জন্য প্রদত্ত কবিতা গদ্য অংশটি সাধারণত খুব সংক্ষিপ্ত হয়।সতর্কতার সঙ্গে বাংলা ভাব সম্প্রসারণ এর সেই মূল ভাবটি কে খুঁজে বের করে বলতে হয়।

    ভাবসম্প্রসারণ লেখার নিয়ম 

    বাংলা ভাব সম্প্রসারণ লেখার কাজটি সার্থক করতে হলে অবশ্যই ভাব সম্প্রসারণ লেখার নিয়ম মেনে চলতে হবে। বাংলা ভাব সম্প্রসারণ এমনই একটা বিষয় যেখানে নিজের ইচ্ছামত অংশ তুলে ধরলে হবে না। অবশ্যই ভাব সম্প্রসারণ লেখার নিয়ম টা মাথায় রাখতে হবে। বাংলা ভাব সম্প্রসারণ লেখার সময় যে বিষয়ে ভাব সম্প্রসারণ লেখা হবে তার মূল বিষয় কি ভাব সম্প্রসারণ এর মধ্যে পর্যায়ক্রমে তুলে ধরতে হবে।আর এই পর্যায়ক্রমে তুলে ধরার নিয়ম কি জানতে হলে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম অনুসরণ করতে হবে।

    ভাব-সম্প্রসারণ কথাটির অর্থ যেহেতু ভাবের সম্প্রসারণ বা বৃদ্ধি, তাই প্রয়োজনীয় উপমা বা দৃষ্টান্ত এবং যুক্তি দিয়ে বক্তব্য বিষয়কে সহজ-সরল ভাবে উপস্থাপন করতে হবে।প্রাসঙ্গিক হলে ঐতিহাসিক পৌরাণিক বা বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যেতে পারে।

    ভাব সম্প্রসারণ লেখার সময় ভবের সম্প্রসারণ বৃদ্ধি করতে হয় বলে বাহুল্য বর্জন করতে হবে অর্থাৎ অপরিহার্য কথা কিংবা একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। সম্প্রসারিত লেখার আয়তন হবে প্রদত্ত মান নির্ধারক নম্বর। 

    অর্থাৎ ভাব সম্প্রসারণ লেখা সুন্দর করার জন্য ভাব সম্প্রসারণ লেখার নিয়ম অনুসরণ করার কোনো বিকল্প নেই।


    ভাবসম্প্রসারণ তালিকা 

    শুধু শুধু একসাথে অনেক ভাব-সম্প্রসারণ না পড়ে প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ তালিকা আকারে করে নিলে বেশ ভালো হয়। কারণ ভাব সম্প্রসারণ তালিকা এরমধ্যে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলো তালিকাভুক্ত করা হয়। তাই ভাব সম্প্রসারণ তালিকা থাকলে আর বিভিন্ন বই থেকে কোন ভাব সম্প্রসারণ প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় এগুলো খুঁজে খুঁজে সময় নষ্ট করা লাগেনা। আর এই জন্যই আমি আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তালিকা আকারে তুলে ধরবো। আপনারা এই ভাবসম্প্রসারণ তালিকা থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাব সম্প্রসারণ গুলো খুঁজে নিতে পারবেন।

    1. অর্থই অনর্থের মূল
    2. অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না।
    3. অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে চেনা যায় কারন মানুষ ব্যয় করে বাঁধা নিয়ম অনুসারে আর অপব্যয় করে নিজের খেয়ালে।
    4. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
    5. অভাব অল্প হলে দুঃখ অল্প হয়ে থাকে।
    6. অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান।
    7. আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
    8. পুষ্প আপনার জন্য ফোটে না/পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
    9. আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার।
    10. আপনার রাখিলে ব্যর্থ জীবন সাধনা জনম বিশ্বের তরে পরার্থে কামনা/আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহি রে বারে বারে আসে অবসাদ পরার্থে যে করে কর্ম তিথি ঘর মনিরে সেই লোভে স্বর্গের প্রসাদ।
    11. আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো।
    12. আলো অন্ধকার পাশাপাশি অবস্থান করে একটিকে বাদ দিলে অন্যটি মূল্যহীন।
    13. উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
    14. এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
    15. একতাই বল
    16. কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি না ঠিক খাঁটি।
    17. কীর্তিমানের মৃত্যু নাই/বেঁচেও মরে যদি মানুষ দোষে মরেও বাসে যদি মানুষ ঘসে।
    18. কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি রবি মাটির প্রদীপ সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি।
    19. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
    20. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
    21. চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
    22. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
    23. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
    24. জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
    25. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
    26. প্রকৃতির ওপর আধিপত্য নয় মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে সম্বন্ধ।
    27. তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
    28. তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ/দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।
    29. দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ/দশের লাঠি একের বোঝা।
    30. দাও ফিরে সে অরণ্য লও এ নগর।
    31. দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নাই।
    32. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য/সর্পের মস্তকে মনি থাকিলেও তাহাকে ভয়ঙ্কর নয়?
    33. দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ।
    34. ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়/বিত্ত হতে চিত্ত বড়।
    35. নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা?
    36. নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে।
    37. নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি/শিক্ষাই জাতির উন্নতির পূর্বশর্সত/শিক্ষাই জাতির মেরুদন্ড।
    38. পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে।
    39. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি/হাত জোড় করে নয় হাত মুঠো করে ও নয় পেতে হলে হাত লাগাতে হবে।
    40. পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
    41. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
    42. প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
    43. প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।
    44. প্রয়োজনীয় উদ্ভাবনের জনক।
    45. পুণ্যে-পাপে দুঃখে-সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানের।
    46. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
    47. ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ/ভোগে সুখ নাই কর্ম সম্পাদনের প্রকৃত সুখ।
    48. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়।
    49. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
    50. মুকুট পরা শক্ত কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিন।
    51. সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়।
    52. রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
    53. যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না।
    54. যে সহে সে রহে/সবুরে মেওয়া ফলে।
    55. সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা।
    56. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
    57. স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন।
    58. স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো।
    59. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত/জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
    60. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
    61. স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে।
    62. কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।
    63. জ্ঞান মানুষের মধ্যে সকলের চেয়ে বড় ঐক্য।
    64. সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবাসে।
    65. লোভে পাপ পাপে মৃত্যু।
    66. তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ।
    67. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

    ভাব সম্প্রসারণ pdf

    বর্তমানে pdf ভিত্তিক পড়াশোনার কোনো বিকল্প নেই। কারণ আধুনিক বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। হাতে একটা এন্ড্রয়েড ফোন থাকলে সবকিছুই হাতের মধ্যে আছে বলে ধরে নেওয়া হয়। তোমরা ভাব সম্প্রসারণ pdf ডাউনলোড করে সেখান থেকে ভাব সম্প্রসারণ গুলো পড়তে পারো। কারণ ভাব সম্প্রসারণ pdf এরমধ্যে আমরা সব ভাব সম্প্রসারণ গুলো ভাব সম্প্রসারণ pdf লিংক আকারে শেয়ার করব। তোমরা ভাব সম্প্রসারণ pdf লিনক টি ডাউনলোড করে যেকোনো জায়গায় বসে ভাব সম্প্রসারণ pdf থেকে সকল ভাব সম্প্রসারণ গুলো পড়ে নিতে পারবে।

    ভাব সম্প্রসারণ গুলো দেখতে নিচে ক্লিক করুন।

    ট্যাগ: বাংলা ভাব সম্প্রসারণ,ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, ভাব সম্প্রসারণ তালিকা, ভাব সম্প্রসারণ pdf, বাংলা ভাবসম্প্রসারণ লেখার নিয়ম