সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021
প্রিয় বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভাল আছি।
অন্যান্য দিনের মতোই আমি আজ আবার আপনাদের সাথে আপনাদের পছন্দের সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021 নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021 চাচ্ছেন তাদের জন্য মূলত সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021 আজকের পোস্টটি করা হয়েছে।
সুন্দর গজল ২০২১
আমি লক্ষ করেছি আপনারা অনেকেই সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021 লিখে সার্চ করছেন কিন্তু সুন্দর গজল ২০২১ লিখে সার্চ করলেও সুন্দর গজল ২০২১ এর কোন গজল পাচ্ছেন না। আমি তাদের কথা বিবেচনায় রেখে আজ আপনাদের সাথে সুন্দর গজল ২০২১ শেয়ার করব।
আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।
সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........
মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি
জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........
গজল mp3 2021
আপনারা কি গজল mp3 2021 খুঁজছেন!!! তাহলে আপনাদেরকে বলছি আপনাদের আর গজল mp3 2021 লিখে বিভিন্ন সাইটে ঘাটাঘাটি করতে হবে না। কারণ আমি আজ এখানে গজল mp3 2021 শেয়ার করছি।
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2
তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2
তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)
নবীজী গজল lyrics 2021
আমার যে সকল বন্ধুরা নবীজী গজল lyrics 2021 লিখে সার্চ করছেন অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সুন্দর গজল খুঁজছে।তাদের জন্য আমি আজ এখানে নবীজী গজল lyrics 2021 তুলে ধরেছি এবং নবীজী গজল lyrics 2021 এর সম্পূর্ণ লিরিক্স শেয়ার করেছি।
হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে
খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার
থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়......
ট্যাগ: সুন্দর গজল ২০২১ | গজল mp3 2021 | নবীজী গজল lyrics 2021