নবী গজল ২০২১ | নবীজির গজল ২০২১ | নবী গজল ২০২১
প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে বারকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গজল নিয়ে আলোচনা করব।
নবী গজল ২০২১
আপনারা যারা নবী গজল ২০২১ খুঁজছেন তাদের জন্য আমি নবী গজল ২০২১ এই পোস্টটিতে কিছু গজল শেয়ার করেছি। আমি লক্ষ করেছি আপনারা অনেকেই নবী গজল ২০২১ লিখে গুগলে সার্চ করছেন কিন্তু নবী গজল ২০২১ পাচ্ছেন না তাই আমি আজ আপনাদের সুবিধার্থে নবী গজল ২০২১ তুলে ধরেছি।
আমার নবীর সেই
আমার নবীর সেই প্রিয় মুখ
কোনদিন দেখিনি আমি
জান্নাতে দিও তুমি দেখতে তাকে
ওগো অর্ন্তযামী
কাবার গিলাফ ছুয়ে এসেছি আমি
ফেলে নয়ন জল কত
হাজরে আসওয়াদে চুমু খেয়েছি আমি
তোমার ধ্যানে হয়ে রত
পাপরাশি মুছে দাও
তোমার দয়া দিয়ে
করুনার আধার যে তুমি
হেরার গুহা ঘুরে ফিরছি যখন
বকরের স্মৃতি ভাসে মনে
তাই সেই নবী প্রেম
পরলে আমার মনে
হৃদয় কাঁদে প্রতিক্ষনে
পাপরাশি মুছে দাও
তোমার দয়া দিয়ে
করুনার আঁধার যে তুমি
নবীজির গজল ২০২১
আমার যে সকল বন্ধুরা নবীজির গজল ২০২১ লিখে গুগলে সার্চ করছেন কিন্তু মনের মতো নবীজির গজল ২০২১ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আজ নবীজির গজল ২০২১ এর মধ্যে সুন্দর গজল তালিকাভুক্ত করেছি।
হে নবী আমার নবী....
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী....
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
কোন দিন দেখিনি তোমায়...
শুনিছিতো আছো মদিনায়,
কোন দিন দেখিনি তোমায়...
শুনিছিতো আছো মদিনায়...
স্বপ্নেতে দিয়ো যে দেখা..
করি শুধু এই মোনাজাত...।
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী....
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
আমি বুকে আশা নিয়ে..
বাংলা থেকে গিয়ে..
আমি বুকে আশা নিয়ে..
বাংলা থেকে গিয়ে..
করবো পূরন এ আশা..
রওজা করিবো জিয়ারত..
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী....
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
তুমি যে পৃথীবিতে...
এসেছিলে আলো জ্বালাতে...
তুমি যে পৃথীবিতে
এসেছিলে আলো জ্বালাতে..
তোমারি আলোতে মোরা...
পেয়েছি যে সঠিক পথ..
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী....
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
তুমি যে প্রণের ছবি....
আমি যে তোমারি উম্মত,
পাপিকে কোরো শাফায়াত...
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী...
হে নবী আমার নবী....
নবী গজল ২০২১
যে সকল বন্ধুরা গুগলে নবী গজল ২০২১ লিখে সার্চ করছেন কিন্তু নবী গজল ২০২১ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে নবী গজল ২০২১ এর মধ্যে সুন্দর কিছু গজল অন্তর্ভুক্ত করেছি।
রাসুলুল্লাহ
লাখো মানুষের ভিরে
এ চোখ খুঁজে ফিরে
সে মানুষ, যিনি শুধু একজন।
রাসুলাল্লা হাবীবাল্লা শাফিআল্লা নাবীআল্লা
দুশমন পথে তাঁর কাঁটা বিছিয়ে দিতো
হাসি মুখে তিনি তা সয়ে যেতেন
যদি কোনো একদিন থাকতোনা পথে কাঁটা
তার কথা ভেবে মনে দুঃখ পেতেন
হয়তো বিপদ তার নয়তো কোনো অসুখ
শত্রুর তরেও বিলিয়ে যেতেন সুখ
এসো তার মতো আজ ভালোবেসে যাই
সকলের তরে আজ নিজেকে বিলাই
অভাবীর দূঃখে তার ঝরতো চোখের জল
বুক ভরা বেদনার নদী বয় অবিরল
অনাহারী অভাগা অসহায়ের মুখে
নিজের খাবার তুলে দিতেন কত সুখে
আজকে এ পৃথিবীর অসহায় মানবতা
খুঁজে ফেরে তেমনি মানুষ একজন
অন্যায় প্রতিরোধে সাহসী পাহাড়
সত্য ও মুক্তির চির আপন
ট্যাগ: নবী গজল ২০২১ , নবীজির গজল ২০২১ , নবী গজল ২০২১