মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics | মায়ের কষ্টের গজল ২০২১ | আকাশের তারাগুলো যদি নিভে যায় গজল lyrics
প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
প্রতিদিনের মতোই আমি আজ আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি।
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics
আপনারা যারা মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics লিখে সার্চ করছেন কিন্তু মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics শেয়ার করেছি।
*******মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল
তুমি না থাকলে এতটা আপন
বন্ধু কোথায় পেতাম?
অবহেলা আর অনাদর পেয়ে
অমানুষ হয়ে যেতাম।
তুমি না থাকলে আদর পেতে
ডাকতাম আমি কাকে?
মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে (ঐ)
শিখালে তুমি আলিফ বা তা
চিনালে ধর্ম জাতি,
সকালে তুমি মাদ্রাসা মাগো
বিকেলে খেলার সাথী।।
তুমি না হলে আমার জীবন
আঁধারেই যেতো থেকে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে
বুঝালে তুমি অ আ ই
বাংলা ভাষার শান,
কখনো তুমি বাহান্ন মাগো
একাত্তরের গান।।
তুমি না বললে যুদ্ধের কথা
জানতাম কোথা হতে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে
জানালে তুমি এ বি সি
সকল দেশের ভাষা,
তুমিই আমার বিশ্ব মাগো
সমুখে যাবার আশা।।
তুমি না চিনালে কেমন করে
যেতাম বিশ্ব বুকে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে
শুনালে তুমি কোরানের বাণী
হাদিসের কতো কথা,
তুমি যে আমার শিক্ষিকা মাগো
তুমি যে কলম খাতা।।
তুমি না শিখালে আমার ঈমান
পড়তো প্রশ্ন মুখে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে
দেখালে তুমি সত্যের পথ
কহিলে মিথ্যা ক্ষতি,
তুমি আমার বড় পীর মাগো
আঁধারে আলোর বাতি।।
তুমি না থাকলে কষ্টই হতো
আল্লার পথ পেতে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে
O Mago Allah Tumay Dilo Amake (Maa Amar Sikkhika) gojol lyrics in English:
Tomi na thakle etota Apon
Bondhu kothay petam?
Obohela R onador peye
Omanush hoye jetam
Tumi na takle ador pete
Daktam ami kake?
Ma go Allah tomay dilo amake
O mago allah tumay dilo amake
Bujale tomi o aa i
Bangla vasar san
O mago allah tumay dilo amake
Sunale tomi Quraner bani
Hadiser koto kotha.....
মায়ের কষ্টের গজল ২০২১
আমার যে সকল বন্ধুরা মায়ের কষ্টের গজল ২০২১ লিখে সার্চ করছে কিন্তু মনের মত গজল খুঁজে পাচ্ছে না তাদের জন্য মায়ের কষ্টের গজল ২০২১ এরমধ্যে খুব সুন্দর একটি গজল শেয়ার করেছি।
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
বেহেশত মায়ের পদতলে বলেছেন রাসুল
তার হৃদয়ে কষ্ট দিলে ,হারাবে দু'কুল
বেহেশত মায়ের পদতলে বলেছেন রাসুল
তার হৃদয়ে কষ্ট দিলে ,হারাবে দু'কুল
মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে
জীবন গেলেও হবে রঙিন সুখের কারু কাজে
মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে
জীবন গেলেও হবে রঙিন সুখের কারু কাজে
জীবন গেলেও মায়ের মনে কষ্ট দিওনা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা
এই জগতে কারো সাথে হয়না তুলনা
তার হয় না তুলনা,তার হয় না তুলনা
আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics
আপনারা যারা আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics খুঁজছেন কিন্তু আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics সম্পূর্ণ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics সম্পূর্ণটা তুলে ধরছি। আপনারা এখান থেকে আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics পেয়ে যাবেন।
Song : Maa
Singer : Tawhidul Islam
Lyric : K . M . Munir Hussain
Tune : Sayed Ahmad
Label : Holy Tune Studio
★ আকাশের তারাগুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাই বা করে ।।
তবে খুজবো কোথায়.... মাগো তোমায়....
আলোহীন এই আঁধারে ।
আমি ভালবাসি শুধু তোমারে ।। ঐ
★জীবনটা যখন হলো শুরু
তুমি শিখালে মোরে সঠিক দীশা,
কে প্রভু কে রাসুল জানিনা যখন
তুমি তো তখন মিটালে তৃশা ।।
তাই যেওনা হাড়িয়ে মাগো.....
আমায় ছেড়ে ।
আমি ভালবাসি শুধু তোমারে ।। ঐ
★ তোমার আদর তোমার সোহাগে
হাঁটি-হাঁটি পা-পা হয়েছি বড়,
আমার শুখের তরে পেয়েছো বিষাদ
তবুও আঁচল দিয়ে আগলে ধরো ।।
তাই যেওনা হাড়িয়ে মাগো.......
আমায় ছেড়ে ।
আমি ভালবাসি শুধু তোমারে ।। ঐ
ট্যাগ: মাগো আল্লাহ তোমায় দিল আমাকে গজল lyrics , মায়ের কষ্টের গজল ২০২১ , আকাশের তারাগুলো যদি নিভে যায় lyrics