কবরের গজল ২০২১ | কবরের গজল mp3 2021
![]() |
প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই?
আশাকরি আল্লার রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
প্রতিদিনের মত আমি আজ আপনাদের সাথে ইহকাল ও পরকালের যোগসুত্র অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কবর অর্থাৎ কবরের গজল ২০২১ | কবরের গজল mp3 2021 নিয়ে আলোচনা করব।
কবরের গজল ২০২১
আপনারা যারা কবরের গজল ২০২১ লিখে গুগলে সার্চ করছেন কিন্তু মনের মত পাচ্ছেন না তাদের সুবিধার্থে আমি এখানে কবরের গজল ২০২১ শেয়ার করবো।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
বানাইওনা আবু জেহেল তোমারে না মানে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
সবার সাথে দেখা যেন হয় সে কঠিন ক্ষণে।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে ।।
কবরের গজল mp3 2021
আপনারা কি কবরের গজল mp3 2021 খুঁজছেন!!! তাহলে আমার আজকের কবরের গজল mp3 2021 এই পোস্টটি ভালভাবে দেখুন কারণ আমি এখানে কবরের গজল mp3 2021 শেয়ার করবো এবং কবরের গজল mp3 2021 এর সম্পূর্ণ লিরিক্স তুলে ধরব।
এই মৃত্যুর মিছিলে আমার এ নাম তুমি রেখো না
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
দাও ক্ষমা করে নাও মুমিন করে
তার আগে মৃত্যু দিয়ো না ।
দিয়ো না যাতনা এই রোগে শোকে
ডেকে নিয়ো সে রহম চাদরে
তুমি হীনা কিছু পরোয়া করি না
যতনে রেখো পরম আদরে
তোমার অসীম প্রেমে জড়িয়ে রেখো
আরশের ছায়া ফিরিয়ে নিয়ো না।
আমার পাপের যতো কালিমা আছে
আড় ভেঙ্গে দাও সে ঘোরে
নিকষ কালো এই নিশি ফুরালে
দিশা দিয়ো নতুণ ভোরে।
তোমাতে অসীম ধ্যনে জড়িয়ে রেখো
আরশের ছায়া ফিরিয়ে নিয়ো না।
ট্যাগ: বাংলা ইসলামিক গান mp3 download | গজল হিন্দি ২০২১ | গজল অডিও এলবাম ২০২১