কাজী নজরুল ইসলামের সেরা গজল ২০২৪ | কাজী নজরুল ইসলামের গজল লিরিক্স

Jemi
0
কাজী নজরুল ইসলামের গজল ২০২১ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics, কাজী নজরুল ইসলামের গজল ২০২১ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics, কাজী নজরুল ইসলামের গজল ২০২১ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স, কাজী নজরুল ইসলামের গজল ২০২১ | যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান গজল lyrics ২০২১


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু।

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি। 

পূর্বের মতোই আমি আজ আবার আপনাদের সাথে আমাদের প্রিয় প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ নিয়ে আলোচনা করব। 

কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কোথায় বাস্তববাদী জীবন সংগ্রামের কথা ফুটে উঠেছে। তিনি খুব অল্প বয়সেই সাহিত্য সাম্রাজ্যের উচ্চাআসনে অভিনীত হয়েছেন। 

আমার যে সকল বন্ধুরা কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ লিখে সার্চ করছেন কিন্তু মনের মত অর্থাৎ পছন্দমত গজল খুঁজে পাচ্ছেন নাাা তাদের জন্য আমি আজ কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ এরমধ্যে সুন্দর কিছুু গজল তুলে ধরেছি। 


কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics

আপনারা যারা কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics লিখে সার্চ করছেন কিন্তু কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics   সম্পূর্ণ পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics সম্পূর্ণ তুলে ধরেছি। 


********মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল


 মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্‌তে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,

পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।

গোর আজাব থেকে এ গুণাহ্‌গার পাইবে রেহাই।।

কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,

ঐ মস্‌জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ।

সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।

কত দরবেশ ফকির রে ভাই মস্‌জিদের আঙিনাতে

আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।

আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্‌তে চাই

আল্লার নাম জপ্‌তে চাই।। 


কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স

আপনারা যারা কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স বিভিন্ন পেইজে খুঁজছেন কিন্তু আসল এবং সম্পূর্ণ কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স সম্পূর্ণটা শেয়ার করেছি।

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;

আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,

আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।


উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;

নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!

ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকাইবে কচুবনে,

দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।


ওরা নির্জীব; জিব নাড়ে তবু শুধূ স্বার্থ ও লোভবশে,

ওরা জিন, প্রেত, যজ্ঞ, উহারা লালসার পাঁকে মুখ ঘষে।

মোরা বাংলার নব যৌবন,মৃত্যুর সাথে সন্তরী,

উহাদের ভাবি মাছি পিপীলিকা, মারি না ক তাই দয়া করি।


মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী,

অবিশ্বাসীরাই শয়তানী-চেলা ভ্রান্ত-দ্রষ্টা ভুল-ভাষী।

ওরা বলে, হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি।

মোরা বলি, হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি।


উহারা চাহুক অশান্তি; মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার,

ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার!

আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব

ফিরিবে ভোগের পথ ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব।


হুতুম প্যাচারা কহিছে কোটরে, হইবেনা আর সূর্যোদয়,

কাকে আর তাকে ঠোকরাইবেনা, হোক তার নখ চষ্ণু ক্ষয়।

বিশ্বাসী কভু বলেনা এ কথা, তারা আলো চায়, চাহে জ্যোতি;

তারা চাহে না ক এই উৎপীড়ন এই অশান্তি দূর্গতি।


তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে এক সাথে,

নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে।

সাত আসমান হতে তারা সাত-রঙা রামধনু আনিতে চায়,

আল্লা নিত্য মহাদানী প্রভূ, যে যাহা চায়, সে তাহা পায়।


যারা অশান্তি দুর্গতি চাহে, তারা তাই পাবে, দেখো রে ভাই,

উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই।

ওরা চাহে রাক্ষসের রাজ্য, মেরা আল্লার রাজ্য চাই,

দ্বন্দ্ব-বিহীন আনন্দ-লীলা এই পৃথিবীতে হবে সদাই।


মোদের অভাব রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভূ মোদের,

শকুন শিবার মত কাড়াকাড়ি করে শবে লয়ে– শখ ওদের!

আল্লা রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই কভূ,

নিত্য পরম-সুন্দর এক আল্লাহ্ আমাদের প্রভূ।


পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক ভালো,

এই বিদ্বেষ-আঁধার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক, আলো।

সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে,

তাঁহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে।


দাঙ্গা বাঁধায়ে লুট করে যারা, তার লোভী, তারা গুন্ডাদল

তারা দেখিবেনা আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল।

ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ চায়,

ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত শবের গন্ধ চায়!


তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লার অনাগত সেনা,

এরাই বৈশ্য, ফসল শৈস্য লুটে খায়, এরা চির চেনা।

ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেয়ো না কেউ,

পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ।


বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে,

হবে দুলদুল – আসওয়ার পাবে আল্লার তলোয়ার হাতে।

আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন,

তাহারা চাহে না চাঁদ ও সূর্য্য, তারা জড় জীব গ্লানি-মলিন।


নিত্য সজীব যৌবন যার, এস এস সেই নৌ-জোয়ান

সর্ব-ক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্বদান!

ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে – ওদের অস্ত্র নিন্দাবাদ,

মোরা ফুল ছড়ে মারিব ওদের, বলিব – “এক আল্লাহ জিন্দাবাদ”।


কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics 

আমার যে সকল বন্ধুরা গুগলে কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics  খুঁজছেন কিন্তু ঠিকমত কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics  টি  খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics  তুলে ধরেছি।


ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর

খেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।


হাসান হোসেন খেলত কোথায় কোন সে খেজুর বনে

পাথর-কুচি কাঁকর ল’য়ে দুম্বা শিশুর সনে

সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।।


মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা

দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখ রে আমার কথা;

তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।।


কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী

কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি’

তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর।। 


কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান গজল lyrics ২০২৪

আপনারা যারা কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান গজল lyrics ২০২৪ খুঁজছেন তাদের সুবিধার্থে আমি এখানে কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান গজল lyrics ২০২৪ শেয়ার করেছি।


যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান

তব বিদায় ব্যথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান।।

পাপীর তরে তুমি পারের তরী ছিলে দুনিয়ায়,

তোমারি গুণে দোজখের আগুন নিভে যায়,

তোমারি ভয়ে লুকায়ে ছিল দূরে শয়তান।।

ওগো রমজান, তোমারি তরে মুসলিম যত

রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি’ তব পথ,

আনিয়াছিলে দুনিয়াতে তুমি পবিত্র কোর্আন।।

পরহেজগারের তুমি যে প্রিয় প্রাণের সাথী ,

মসজিদে প্রাণের তুমি যে জ্বালাও দীনের বাতি,

উড়িয়ে গেলে যাবার বেলায় নতুন ঈদের চাঁদের নিশান।। 


ট্যাগ: কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর গজল lyrics, কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজল lyrics, কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | হে আল্লাহ জিন্দাবাদ গজল লিরিক্স, কাজী নজরুল ইসলামের গজল ২০২৪ | যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান গজল lyrics ২০২৪

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)