গজল নতুন ২০২১ download | 2021 সালের নতুন গজল | ২০২১ গজল লিরিক্স
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু।
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি আল্লার রহমতে সবাই ভাল আছেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
পূর্বের মত আমি আজ আপনাদের সাথে গজল নতুন ২০২১ download | 2021 সালের নতুন গজল | ২০২১ গজল লিরিক্স নিয়ে হাজির হয়েছি। এবং গজল নতুন ২০২১ download | 2021 সালের নতুন গজল | ২০২১ গজল লিরিক্স এর মধ্যে সুন্দর কিছু গজল শেয়ার করেছি।
গজল নতুন ২০২১ download
আপনারা যারা গজল নতুন ২০২১ download লিখে সার্চ করছেন কিন্তু মনের মত কোন গজলের লিরিক্স খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের গজল নতুন ২০২১ download পোস্টের মধ্যে আমি গজল শেয়ার করেছি।
গোনাগার বান্দা আমি
তুলেছি দু হাত...
কবুল কর আমার মোনাজাত.....
কবুল কর আমার মোনাজাত।
গোনাগার বান্দা আমি,
তুলেছি দু হাত...
কবুল কর আমার মোনাজাত....
কবুল কর আমার মোনাজাত
না বুঝিয়া প্রভু আমি
করেছি যে পাপ,
প্রভু করেছি যে পাপ...
তুমি ছাড়া প্রভু আমায়
কে করিবে মাপ......
তুমি ছাড়া প্রভু আমায়,
কে করিবে মাপ....
না বুঝিয়া প্রভু আমি
করেছি যে পাপ,
প্রভু করেছি যে পাপ
তুমি ছাড়া প্রভু আমায়,
কে করিবে মাপ.....
তুমি ছাড়া প্রভু আমায়,
কে করিবে মাপ..
তুমি প্রভু গোফুর ও গফফার
তাই এসেছি তোমার দরবার,
তুমি প্রভু গোফুর ও গফফার
তাই এসেছি তোমার দরবার,
গোনার বোঝা মাথায় নিয়ে
তুলেছি দু হাত...
কবুল কর আমার মোনাজাত
কবুল কর আমার মোনাজাত
গোনাগার বান্দা আমি
তুলেছি দু হাত....
কবুল কর আমার মোনাজাত
কবুল কর আমার মোনাজাত
তোমার পানে ওগো প্রভু
আমার ফরিয়াত, প্রভু
আমার ফরিয়াত....
বিচার দিনে তুমি আমায়
দিওগো নাজাত....
বিচার দিনে তুমি আমায়
দিওগো নাজাত..
তোমার পানে ওগো প্রভু
আমার ফরিয়াত
প্রভু আমার ফরিয়াত...
বিচার দিনে তুমি আমায়
দিওগো নাজাত.....
বিচার দিনে তুমি আমায়
দিওগো নাজাত
পাকড়াও করলে আমায় তুমি,
জাহান্নামে যাব আমি,
পাকড়াও করলে আমায় তুমি
জাহান্নামে যাব আমি,
হিসাব নিয়ে আমায় তুমি
দিওগো নাজাত.....
কবুল কর আমার মোনাজাত
কবুল কর আমার মোনাজাত
গোনাগার বান্দা আমি,
তুলেছি দু হাত....
কবুল কর আমার মোনাজাত
কবুল কর আমার মোনাজাত
কবুল কর.....আমার মোনাজাত......
২০২১ গজল লিরিক্স
আমি আপনাদের সাথে ২০২১ গজল লিরিক্স শেয়ার করব এবংং ২০২১ গজল লিরিক্স এর মধ্যে আপনাদের পছন্দের একটি গজল তুলে ধরব।
আমার সকাল সন্ধ্যে কাটে
যেন তোমার আরাধনায়,
অন্ধ এ মন হোক শুদ্ধ
দ্বীনের আলোক ছায়ায়,
আমার সর্ব কাজেতে,
আমার রোজ মুনাজাতে
সবটুকু ধ্যান তোমাতেই
সারাক্ষণ যেন হয়।
আমার সিজদা রুকু সবই
যেন তোমার তরে হয়,
শূন্য দিলে পূণ্য দিও
ওগো দয়াময়,
খুব সকালের সূচনাতে,
জ্যোৎস্না শেষে ঘোর নিশিতে
তুমি প্রথম চাওয়ায়...
কাল হাশরের কঠিন
দিনেও চাই শুধু তোমায়।
ক্বলবে যে মোর জমেছে কালি,
ছেয়েছে পাপের ধূলোবালি,
দাও মুছে দাও সব,
শুদ্ধতার ঐ পরশ দিয়ে
রাঙাও অনুভব।
দ্বীন ঈমানের শীতল ছায়ায়
ঠাঁই দিও আমায়,
তোমার প্রেমের তাজাল্লীতে
জুড়াও এ হৃদয়,
হৃদ মাঝারের সবটা জুড়ে, হাজার
হাজার ভুলের ভীড়ে
তুমি সকল শান্তনায়...
রোজ আঁধারের পিদিম
হয়ে থেকো প্রার্থনায়
2021 সালের নতুন গজল
আপনারা যারা 2021 সালের নতুন গজল খুঁজছেন কিন্তু মনের মত 2021 সালের নতুন গজল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য 2021 সালের নতুন গজল শেয়ার করব । আশা করি আজকের 2021 সালের নতুন গজল এর পোস্ট-টি থেকে আপনারা আপনাদের পছন্দের 2021 সালের নতুন গজল পেয়ে যাবেন।
এখনো তুমার বুকে পোষা গুনা
ছেরে দিলে না জনাব।
কবে ফিরবে নত হবে কবে
কি দিবে তার জবাব? (২)
একদিন ঝরে কতোশত লাশ
ইতালির প্রান জুরে
কুয়েতের আকাশও মুখরিত
আল্লাহু আকবারে
পাহাড় নদিও বৃক্ক লতা জরায়
চোখের পানি.........
ফিরতে হবে না মসজিদ এতে
ঘরে হয়ে থাক অন্ধ,
চাইলে কখনো পারবে না যেতে
করে দিবে প্রভু বন্ধ
অনুতপ্ত না হয়ে শুধু
হাত ধুয়াতে কি লাভ
অনুসুচনা না করে শুধু
মাস্ক পড়াতে কি লাভ
এখনো তুমার বুকে পোষা গুনা
ছেরে দিলে না জনাব।
কবে ফিরবে নত হবে কবে
কি দিবে তার জবাব? (২)
ট্যাগ: গজল নতুন ২০২১ download, 2021 সালের নতুন গজল, ২০২১ গজল লিরিক্স