বিদায় বেলা গজল lyrics | ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics | নাতে রাসুল গজল ২০২১
প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। আপনারা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
প্রতিদিনের মতো আমি আজ আবার আপনাদের সাথে বিদায় বেলা গজল lyrics | ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics | নাতে রাসুল গজল ২০২১ নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের সাথে বিদায় বেলা গজল lyrics | ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics | নাতে রাসুল গজল ২০২১ শেয়ার করব এবং বিদায় বেলা গজল lyrics | ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics | নাতে রাসুল গজল ২০২১ এর মধ্যে আপনাদের পছন্দের কিছু গজল তুলে ধরব।
বিদায় বেলা গজল lyrics
আপনারা যারা গুগলে বিদায় বেলা গজল lyrics লিখে সার্চ করছেন কিন্তু বিদায় বেলা গজল lyrics সম্পূর্ণটা পাচ্ছেন না কিংবাা বিদায় বেলা গজল lyrics খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আজ এখানে বিদায় বেলা গজল lyrics সম্পূর্ণটা শেয়ার করব। আপনারা বিদায় বেলা গজল lyrics পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়ুন কারণ আমি এখানে বিদায় বেলা গজল lyrics শেয়ার করেছি।
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
===========
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
===========
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
===========
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল,
ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics
আপনারা যারা ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics লিখে সার্চ করছেন কিন্তু ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics সঠিক টি খুঁজে পাচ্ছেন না । তাদের জন্য আমি এখানে ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics সম্পূর্ণ টা শেয়ার করেছি। বিভিন্ন সাইটে খোঁজাখুঁজি না করে আমাদের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন এখানে ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics সম্পূর্ণটা পেয়ে যাবেন।
উঠো উঠো আল্লাহর বান্দাগ ঘুম চারিয়া দাও,
মুয়াজ্জিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও।
শয়তান তোমায় ধোকা দিয়া রাখে তোমায় ঘুম পারায়া,
প্রভুর কথা না ভাবিয়া কেন ভুলে রও???
মুয়াজ্জিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও।
তোমার মত মানুষ কত,আরাম করত অবিরত।
মাটির নিচে ডুকল যত তাদের দিকে চাও।
মুয়াজ্জিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও।
নাতে রাসুল গজল ২০২১
আমার যে সকল বন্ধুরা নাতে রাসুল গজল ২০২১ খুঁজছে কিন্তুু নাতে রাসুল গজল ২০২১ খুঁজে পাচ্ছে না আমি সে সকল বন্ধুদের জন্য নাতে রাসুল গজল ২০২১ শেয়ার করেছি । আশা করি আজকের নাতে রাসুল গজল ২০২১ এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। কারণ আপনারা এখানে নাতে রাসুল গজল ২০২১ সম্পূর্ণ লিরিক্স পেয়ে যাবেন।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না
ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।।ঐ
এ ভুবনে তুমি ছিলে অলক্ষণের দেশ
বড়াই মারা দৌড় যে ছিল তোমার পরিবেশ (২বার)
আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা।। ঐ
আরশ মোয়াল্লার চেয়ে বড় তুমি হও(২)
খোঁদার সৃষ্টি তে তুমি শ্রেষ্ঠ ভুমি হও
কেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা।। ঐ
জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন (২বার)
খাঁটি শেফার অধিকারী তোমায় করেছেন
আরে তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা।। ঐ
ট্যাগ: বিদায় বেলা গজল lyrics, ওঠো ওঠো আল্লার বান্দা গজল lyrics, নাতে রাসুল গজল ২০২১