বাংলা ইসলামী সংগীত 2021 | ইসলামিক গজল 2021 | ইসলামিক সংগীত ২০২১ - Time Of BD - Education Blog

For any Business Enquiry Contact Us


[ সবার আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ বই নোট সাজেশন ও অন্যান্য সেবা পেতে ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেইজ ও গ্রুপে ]

বাংলা ইসলামী সংগীত 2021 | ইসলামিক গজল 2021 | ইসলামিক সংগীত ২০২১

 

বাংলা ইসলামী সংগীত 2021 , ইসলামিক গজল 2021,  ইসলামিক সংগীত ২০২১

প্রিয় পাঠকবৃন্দ,

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি।

প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে বাংলা ইসলামী সংগীত 2021 | ইসলামিক গজল 2021 | ইসলামিক সংগীত ২০২১  নিয়ে হাজির হয়েছি। আপনারা যারাা বাংলা ইসলামী সংগীত 2021 | ইসলামিক গজল 2021 | ইসলামিক সংগীত ২০২১   লিখে গুগল সার্চ করছেন কিন্ত পছন্দ মত গজল খুঁজে পাচ্ছেন না মূলত তাদের জন্যই আমি আজ বাংলা ইসলামী সংগীত 2021 | ইসলামিক গজল 2021 | ইসলামিক সংগীত ২০২১ এরমধ্যে সুন্দর কিছু গজল অন্তর্ভুক্ত করেছি।


ইসলামিক গজল 2021 

আপনারা যারা ইসলামিক গজল 2021  খুঁজছেন কিন্তু  ইসলামিক গজল 2021  খুঁজে পাচ্ছেন না এবং যারা ইসলামিক গজল 2021   লিখে সার্চ করছেন কিন্তু ঠিকমতো কোন সাইটে এর ইসলামিক গজল 2021  লিরিক্স পাচ্ছে না তাদের জন্য আমি আজ এখানে ইসলামিক গজল 2021  এর লিরিক্স তুলে ধরেছি।


 হে রহমান হে দয়াবান

হে রহমান হে দয়াবান

মন বেহাগে আজ সুরের ঘাটে ঘাটে

সাই তব গান


তোমার গুণ গাহি

তোমার দয়া চাহি

তোমার ভালবাসা

আমার চির আশা

অধম বান্দা এ যাচে ক্ষমা হে

রহীম রহমান।।


রহম আল্লাহ হে

করম আল্লাহ হে

গফুর নাম তোমার

মুয়ীন নাম তোমার

নিশার আঁধারে দিশা দাও মোরে

সীরাত দীপ্তমান।।


-মহিউদ্দিন আবু  


বাংলা ইসলামী সংগীত 2021 

আমার যে সকল বন্ধুরা বাংলা ইসলামী সংগীত 2021  লিখে সার্চ করছেন কিন্তু মনের মত গজল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের বাংলা ইসলামী সংগীত 2021  এই পোস্টটি করা হয়েছে। কারণ আমরা এরমধ্যে বাংলা ইসলামী সংগীত 2021  গজল তুলে ধরেছি এবং বাংলা ইসলামী সংগীত 2021  গজল এর সম্পূর্ণ লিরিক্স শেয়ার করেছি। 


নিঃশ্বাসে নিঃশ্বাসে

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি

বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি

সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ

তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . .

গোপনে ক্ষমা করে দিও তুমি ।


তোমার অবাধ্য হলে তার জন্য

প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা

বরং তোমারে যে মানে কিবা না মানে

সবাই তোমার আলো সমিরণ পায় সদা

বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া

একটি মূহুর্ত কোন প্রাণী ।


আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি

তোমার করুণা রহমতের দ্বারে

আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান

আমি অসহায় ধরোনা পরপারে

আমার জীবনে দিওনা কোন বিপদ

কিংবা অপমান দুঃখ গ্লানি ।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

কণ্ঠ: নওশাদ মাহফুজ


ইসলামিক সংগীত ২০২১

আমি আজ আপনাদের সাথে ইসলামিক সংগীত ২০২১ শেয়ার করব এবং আপনাদের পছন্দের গজল লিরিক্স সহ ইসলামিক সংগীত ২০২১  এরমধ্যে তুলে ধরবো। যারা গুগোল ইসলামিক সংগীত ২০২১  লিখে সার্চ করছেন কিন্তু মনের মত ইসলামিক সংগীত ২০২১ পাচ্ছেন না তাদের জন্য আজকের ইসলামিক সংগীত ২০২১  এই পোষ্ট টি। 


নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা

তোমাকে চেনার তুমি তাওফিক দাও

আলোয় দীপ্ত করো নয়ন আমার

ভোরের বিভায় ভরো এ মন আমার

তবু অচেনার যত পর্দা সরাও।


যে জানেনা তোমাকে সে জানেনা কিছুই

জানেনা সে জীবনের অথৈ মানে

যে মানেনা তোমাকে সে মানেনা কিছুই

গভীর আঁধার তারে সতত টানে

বাসে না সে ভালো এই তামাম জাহান

কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম

অভিশাপ দেয় তারে কালের খরা।


সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর

দেখাতে পারেনা ওগো পথের মালিক

মনের ভ্রান্তি যতো তুমি ছাড়া কেউ আর

মুছাতে পারেনা ওগো মহান খালিক।


দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার

বে সাথী করায় বড় যোগ্যতর

নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই

বস্তুই সব তার লক্ষ্য জড়

স্বদেশের ব্যাথা তারে করে না কাতর

বিবেকের ঘরে তার শুধুই পাথর

কি যে কি বোঝে না আহা বোঝেনা সে তা 


কথাঃমতিউর রহমান মল্লিক

সুরঃ মশিউর রহমান

শিল্পী: নওশাদ মাহফুজ 


ট্যাগ: বাংলা ইসলামী সংগীত 2021 , ইসলামিক গজল 2021,  ইসলামিক সংগীত ২০২১

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url