বাংলা গজল দাও ২০২১ | গজল দাও গজল ২০২১ | ভালো গজল দাও ২০২১
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু,
কি বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
বাংলা গজল দাও ২০২১
আমি লক্ষ করেছি আমার অনেক বন্ধু বাংলা গজল দাও ২০২১ লিখে সার্চ করছে কিন্তু পাচ্ছেন না আর বাংলা গজল দাও ২০২১ পেলেও বাংলা গজল দাও ২০২১ সম্পূর্ণ তথ্য পাচ্ছে না। আমি তাদের সুবিধার্থে এখন আপনাদের সাথে বাংলা গজল দাও ২০২১ শেয়ার করব।
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
- ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,
- ভুল করে থাকি যদি কোনোদিন
- হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
- হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
- বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
- তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
- বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
- তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
- পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
- ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
- আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
- ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
- আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
- থাকবে না কেউ জানি আমার পাশে
- কাটাব একাকী রাত্রি দিন
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
- হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ভালো গজল দাও ২০২১
আপনারা যারা ভালো গজল দাও ২০২১ লিখে সার্চ করছেন কিন্তু ভালো গজল দাও ২০২১ পাচ্ছেন না কিংবা ভালো গজল দাও ২০২১ পেলেও আপনাদের ভালো গজল দাও ২০২১ পছন্দের আওতাভুক্ত হচ্ছে না । আর তাই আপনাদের কথা বিবেচনায় রেখে আমি ভালো গজল দাও ২০২১ এরমধ্যে সুন্দর গজল লিরিকস তুলে ধরবো।
ধরো ধর ধরো মুমিন আল কুরানের পথ
এই না পথে গেলে খুদার মিলবে রহমত (২)
দীনের হুকুম মেনে চলো সত্য ন্যয় এর কথা বল
নামাজ পড় রোজা রাখো কর ইবাদাত
ধরো ধর ধরো মুমিন আল কুরানের পথ
এই না পথে গেলে খুদার মিলবে রহমত (২)
এক জিবনের পাপের বুজা হলে অনেক ভারি
কেমন করে আখিরাতের সাকু দিবে পাড়ি?
রহমানের নাম পড়ো শুন্য হৃদয় নেকে গড়ো
ধরো ধর ধরো মুমিন আল কুরানের পথ
এই না পথে গেলে খুদার মিলবে রহমত (২)
শেষ বিচারে হবে না কেউ কারু গুনার বাগিি
নিজের কর্ম ফল শুধু থাকবে নিজের বাাাগি
রহমানের নাম পড়ো শুন্য হৃদয় নেকে গড়ো
ধরো ধর ধরো মুমিন আল কুরানের পথ
এই না পথে গেলে খুদার মিলবে রহমত (২)
গজল দাও গজল ২০২১
আপনাদের সাথে আমি আজ গজল দাও গজল ২০২১ শেেয়ার করেছি। এবং আপনারা যারা গজল দাও গজল ২০২১ লিখে সার্চ করেন তাদের জন্য গজল দাও গজল ২০২১ এই পোস্টটি করা হয়েছে । আমরা গজল দাও গজল ২০২১ এর মধ্যে সুন্দর একটি গজল তালিকাভুক্ত করেছি আপনাদের উপকারের জন্য।
আমার প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি
নীল সুবিশাল আকাশ পানে দৃষ্টি মেলে রাখি
ওই যে দূরের নতুন সে চাঁদ দেখবে তুমি নাকি?
রমজানের ওই রোজার তবে নেই যে বুঝি বাকী !
নেই যে বুঝি বাকী !
রোজার কি শান বলবে আমায় প্রভুর কাছে কি মান?
রাখলে রোজা হয় যে ভারী রোজাদারের ঈমান ৷
রাখবো রোজা আমিও যে জাগাবে না মা কি?
জাগাবে না মা কি?
পিপাসা আর ক্ষুধায় কাতর হবো না যে কভু
রাখলে রোজা বিনিময়ে রহম দিবেন প্রভু
তবে কেন ভাংবো রোজা হয় কি কভু তা কি?
হয় কি কভু তা কি?
কি যে খুশি আছে বলো রোজাদারের তরে?
প্রভুর দিদার আর নিয়ামত ইফতারীর আসরে ৷৷
সেই সে রোজার রহমধারা জীবন জুড়ে মাখি ৷
জীবন জুড়ে মাখি ৷
রোজার মানে শুধুই কি হায় নিজকে উপোস রাখা?
প্রভুর কাছে ক্ষমা চেয়ে ন্যায়ের পথে থাকা ৷৷
আল্লাহ তায়ালা দিবেন তবে কাউসারের-ই সাকী ৷
কাউসারের-ই সাকী ৷৷
ট্যাগ: বাংলা গজল দাও ২০২১ | গজল দাও গজল ২০২১ | ভালো গজল দাও ২০২১