জেনে নিন বিসিএস পরীক্ষার জন্য কি কি যোগ্যতা লাগে। ডিগ্রী / মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষা দেওয়া যাবে কিনা।
বিসিএস পরীক্ষার যােগ্যতা ২০২১ | bcs exam qualification 2021 | বিসিএস পরীক্ষার যােগ্যতা কি
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে কথা বলব বিসিএস পরীক্ষার জন্য কি কি যোগ্যতা লাগে। ডিগ্রী / মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষা দেওয়া যাবে কিনা। যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট।
Bcs পরীক্ষার শিক্ষাগত যােগ্যতা | বিসিএস পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা ২০২১ | bcs exam educational qualification 2021
Bcs পরীক্ষা দিতে গেলে কি কি শিক্ষাগত যােগ্যতা এবং প্রতিটি academic পরীক্ষা যেমন ssc
Hsc এই ধরনের পরীক্ষা গুলােতে সর্বনিন্ম কত পয়েন্ট থাকতে হবে bcs পরীক্ষায় অংশগ্রহন করতে হলে ।
বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার যােগ্যতা ২০২১ | bcs exam qualification in bangladesh
১।যে কোন বিষয়ে চারবছর মেয়াদি স্নাতক ডিগ্রীধারি হতে হবে,আর তিন বছর মেয়াদি স্মাতকের ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ হতে হবে।
২ শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহনযােগ্য নয়।
৩।বয়স ৩০এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে।
যদি তিন বছর মেয়াদি । ক হয়, ৩বে স্নাতকোত্তর কমপ্লিট করে তবেই বিসিএস এর জন্য আবেদন করা যাবে। আর রেজাল্টের ক্ষেত্রে একটি পাবলিক এক্সজামে ৩য় শ্রেনী গ্রহণযােগ্য তবে একের অধিক নয়।
বিসিএস পরীক্ষার যােগ্যতা বয়স | বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা
মাদরাসা থেকে ফাজিল কামিল করে কি বিসিএস দেওয়া যাবে?
যেহেতু বর্তমানে ফাজিল ও কামিল দোনটির পরীক্ষা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকে এবং দোনটিকেই স্নাতক ও স্নাতকোত্তর এর মান দেওয়া হয়েছে। তাই জান চাইছিলাম ফাজিল কামিল পাশ করে বিসিএস দেওয়া যাবে কিনা?
বিসিএস পরীক্ষার শারীরিক যােগ্যতা | bcs exam eligibility | bcs exam test
অনার্স কমপ্লিট না করেও বিসিএস পরীক্ষা দেয়া যায়, এটা কি সত্যি?
উত্তরঃ না, অনার্স না করে পরীক্ষা দেয়া যায়না। তবে বিজ্ঞপ্তিতে
উল্লেখিত তারিখের মধ্যে অনার্স এর সব পরীক্ষা শেষ হয়েছে
কিন্তু রেজাল্ট দেয়া বাকি আছে- এরকম হলে বিভাগীয়
পরীক্ষার প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দেয়া যায়। পরবর্তীতে ভাইভার সময় মূল সার্টিফিকেট নিয়ে যেতে হয়।
আমি তাে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিদেশী বিশ্ববিদ্যালয়, মফস্বলের ডিগ্রি কলেজ, মঙ্গলগ্রহের এলিয়েন একাডেমি এসব জায়গা থেকে পড়াশােনা করেছি। আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারব? উত্তরঃ ভাই, আপনি যেখানেই পড়েন না কেন, আপনার যদি লাইফে একটার বেশি থার্ড ক্লাস না থাকে এবং আপনি যদি ৬ নম্বর প্রশ্নে বলা শিক্ষাগত যােগ্যতা পূরণ করে থাকেন- আপনি পরীক্ষা দিতে পারবেন।ইংলিশ মিডিয়ামের/মাদ্রাসার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবেন। আপনার প্রতিষ্ঠান না, পরীক্ষার খাতায় আপনি কি লিখছেন তার উপর নির্ভর করবে আপনি চাকরি পাবেন কি পাবেন না।
Tag: বিসিএস পরীক্ষা যােগ্যতা, বিসিএস পরীক্ষার যােগ্যতা কি, বিসিএস পরীক্ষার যােগ্যতা ২০২১, বিসিএস পরীক্ষার যােগ্যতা বয়স, বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা, বিসিএস পরীক্ষার শারীরিক যােগ্যতা, বিসিএস পরীক্ষার শিক্ষাগত যােগ্যতা, bcs exam qualification, bcs exam educational qualification, bcs exam qualification in bangladesh, bcs exam eligibility, bcs exam test,