দিবসের এসএমএস - SMS of the day - কষ্টের এসএমএস - sad sms

Educational help
0

 

দিবসের এসএমএস, SMS of the day, কষ্টের এসএমএস, sad sms,দিবসের এসএমএস, কষ্টের সকল এসএমএস, দিবসের এসএমএস ডাউনলোড, SMS of the day, ভালোবাসা দিবসের এসএমএস, ভালোবাসা দিবসের এসএমএস 2021, বিজয় দিবসের এসএমএস, কষ্টের এসএমএস 2021,



    দিবসের এসএমএস - SMS of the day - কষ্টের এসএমএস - sad sms 



    আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঙালির বিভিন্ন ধরনের এসএমএস। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে। 



    দিবসের এসএমএস - কষ্টের সকল এসএমএস 



    মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে এসএমএস এর বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম দিবসের এসএমএস ও কষ্টের এসএমএস। 


    দিবসের এসএমএস ডাউনলোড - SMS of the day 


    ১. ღ_ღ_ তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর

    জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর।

     তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা

    তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা।

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

                     

    ২. ღ_ღ_ বাবু তোমাকে ভালোবাসি

    যতদূর আমার পক্ষ থেকে যায়।

    তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

         

    দিবসের সুন্দর এসএমএস - Beautiful SMS of the day

         

    ৩. ღ_ღ_ তুমি আমাকে যতই কষ্ট দাও.......

    আমি তোমাকে আপন করে নেবো

    তুমি আমাকে যতই দুঃখ দাও.....

    আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো

    তুমি যদি আমাকে ভালোবাসা দাও....

    তোমাকে এই বুকে জড়িয়ে নেবো

    আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও

    আমি তোমাকে সারাটি জীবন......

    নিরবে ভালোবেসে যাবো.......

    ❃ღღ_Happy Valentines day_ღღ

                            

     ❃!.,,.,.,             



    ৪. ღ_ღ_ চোখের আড়াল হতে পার

    মনের আড়াল নয়,

    মন যে আমার সব সময়

    তোমার কথা কয়,

    মনকে যদি প্রশ্ন কর

    তোমার আপন কে ?

    মন বলে এখন তোমার লেখা পড়ছে যে

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

                     

     দিবসের জন্য সবথেকে ভালো এসএমএস - the best sms of the day


    ৫. ღ_ღ_ তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারব না,

    কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে,

    যা তুমি সারা পৃথিবী খোঁজে ও পাবে না।

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

                         

    ৬. ღ_ღ_ কি আছে তোর মাঝে বুঝি না

    শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে

    ইচ্ছে করে সারা জীবন তোকেদে

    কি অদ্ভুত ভালবাসা ........কি অদ্ভুত সম্পর্ক ......

    সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকা

    আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে সত্যি রে

    ❃ღღ_Happy Valentines day_ღ

                            

    ৭. ღ_ღ_ পৃথিবীর যত সুখ যত ভালোবাসা 

    সবটুকু দিবো আমি তোমায়....

    আমার একটাই আশা

    তুমি ভূলে যেও না আমা

    বড় বেশী ভালবাসি তোমায়

    ❃ღღ_Happy Valentines day_ღღ

                        

    ৮. ღ_ღ_ কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক|

    সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

                           

    ৯. ღ_ღ_ জোনাকির আলো জেলে

    ইচ্ছের ডানা মেলে

    মন চায় হারিয়ে যাই

    কোনো এক দুর অজানায়

    যেখানে আকাশ মিশে হবে একাকার

    আর তুমি রাজকুমারী

    হবে শুধু আমা

    ❃ღღ_Happy Valentines day_ღღ

                            

    ১০. ღ_ღ_ মনটা দিলাম তোমার হাতে

    যতন করে রেখো,

    হৃদয় মাঝে ছোট্ট করে

    আমার ছবি এঁকো.

    স্বপ্ন গুলো দিলাম তাতে

    আরও দিলাম আশা,

    মনের মতো সাজিয়ে নিও

    আমার ভালবাসা।

    ❃ღღ_Happy Valentines day_ღღ❃

                              


    কষ্টের এসএমএস 2024 - sad SMS 2024



    ১. ღ_ღনিরবে ভিজে যায় চোখের পাতা,

    কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,

    আমার এই জীবনে কি আসবে না সূখের দিন।♥


    কষ্টের নিরব এসএমএস - Silent SMS of sadness


    ২. কিছু কিছু কথা আছে বলতে পারিনা

    এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.

    এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.

    আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা।


    কষ্টের কান্নার এসএমএস - SMS of tears of sorrow          

            

    ৩.  এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,

    সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..

    মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,

    শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।

                          

    ৪. মানুষ জীবনে ৬ বার হেরে যায়।

    (1)টাকার কাছ

    (2)ভালবাসার কাছে।

    (3)সময়ের কাছে।

    (4)বিবেকের কাছে।

    (5)বন্ধুত্বের কাছে।

    (6)অবশেষে মরণের কাছে।

                       

    ৫. কাঁদবে কি তখন?

    চির নিদ্রায় ঘুমাবো যখন.. 

    মনে রাখবে কি তখন?

    না ফেরার দেশে চলে যাবো যখন..।

    ডাকবে কি তখন?

    তোমার ডাকে সাড়া দিবনা যখন।

                        

    ৬. কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল,

    জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?

    জল বললো চোখটি তোমার সুখের নীড়,

    কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

                          

    ৭. অন্ধ ভালবাসার গন্ধ বেশি,

    নকল ভালবাসার সুবাস বেশি,

    সত্য প্রেমে রাগারাগি

    নকল প্রেমে হাসাহাসি,

    বুঝবে যেদিন খুজবে তাকে

    অবহেলা হারালে যাকে।

       

    কষ্টের আঘাত এর এসএমএস - SMS of sad  injury       

              

    ৮.  আমার যদি একটা পৃথিবী থাকত

    তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম,কেন যানো?

    তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে

    যা সহিবার মত শক্তি আমার মাঝে নেই।

                          

    ৯. সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,

    সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে।

    কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা,

    সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

                                                      

     ১০. আসবি তুই কবে ?পাগলি তুই ফিরে।

    যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে।

    তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি।

    পাগলি_তুই_ফিরে_আয়।

                              




    Tag: দিবসের এসএমএস, SMS of the day, কষ্টের এসএমএস, sad sms,দিবসের এসএমএস, কষ্টের সকল এসএমএস, দিবসের এসএমএস ডাউনলোড, SMS of the day, ভালোবাসা দিবসের এসএমএস, ভালোবাসা দিবসের এসএমএস 2024, বিজয় দিবসের এসএমএস, কষ্টের এসএমএস 2024, 

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)