বাবা মা এর জন্য এসএমএস - SMS for parents - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

বাবা মা এর জন্য এসএমএস - SMS for parents

 

বাবা মা এর জন্য এসএমএস, SMS for parents,মা বাবার জন্য দোয়া এসএমএস, Prayer SMS for parents, মায়ের প্রতি ভালোবাসার এসএমএস, love of mother sms, মায়ের প্রতি ভালোবাসা সন্তানের এসএমএস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এসএমএস, Heavenly SMS of the child under the feet of the mother, মা-বাবার বাংলা এসএমএস,


    বাবা মা এর জন্য এসএমএস - SMS for parents



    আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঙালির বিভিন্ন ধরনের এসএমএস। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে। 



    বাবার জন্য এসএমএস - মার জন্য এসএমএস 



    মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে এসএমএস এর বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বাবা মার জন্য এসএমএস।



    মা বাবার জন্য দোয়া এসএমএস - Prayer SMS for parents



    ১. ღღ একটি মাত্র অক্ষরে সে একটি বড়ো শব্দ

    যা-না হলে পৃথিবীটা হয়ে যেতো স্তব্ধ

    যার মহিমা লিখলে কবি লিখতে হবে কত্তোলাইন

    শ্লোক হাজার হাজারবই শত শত্তো!

    জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টি

    তোমার কতো নিকটতম কতো প্রিয় ইস্টি?

    সে শব্দটি সবার চেনা সবার জানা 

    শোনাযার চরণে বেশত আমাদের বুকের ক্ববা মা!♥


    মায়ের প্রতি ভালোবাসার এসএমএস - love of mother sms 


    ২. ღღ মা তোমায় ভালোবা সিকোথায় যেনো একটা টানে

    তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসি

    তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখাতো

    মার হাতেই আমার নিয়ত আমার ভাগ্য লেখা 

    তোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরে

    তোমার গায়ে গন্ধ যেনো আমার গায়ে বাজে সুরে সুরে

    মাগো তোমায় ভালোবাসি ღღ

                      

    ৩. ღღ মা মাগো মা_আমি এলাম তোমার কোলে,

    তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে।

    হয়ত তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য

    আশার হাত বাড়ালে ღღ

        

    মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এসএমএস - Heavenly SMS of the child under the feet of the mother     

                 

    ৪. মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত,

    মাকে যারা কষ্ট দিবে

    তার কখনও জান্নাতে যেতে পারবে না।

    তাই সকলের কাছে আমার অনুরোধ

    তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।

                         

    ৫. যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত,

    তাদেরকে বলছি..পারলে একটু মন থেকে বলুন -মা-

    এর জন্য জীবন দিতে পারি -মা-

                           

    ৬. ভালোবাস তাকে...যার কারনে পৃথিবী দেখেছো....।।

    ভালোবাস তাকে...।।যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে....।।

    ভালোবাস তাকে...যার পা এর নিচে তোমার জান্নাত আছে.....।।

    তিনি হলেন ღღ মা ღღ

                          

    ৭. মা- দিয়ে মাসজিদ।

    মা- দিয়ে মাদ্রাসা।

    মা- দিয়ে মাদিনা।

    মা- দিয়ে মাক্কা।

    সো মা- কে কেউ কষ্ট দিয় না।

                         

    ৮. পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?

    মা-বাবার আদর

    সব চেয়ে কষ্ট কি জান?

    মা-বাবার চোখের জল.

    সব চেয়ে অমুল্য রতন কি জান?

    মা-বাবার ভালোবাসা।

        

    মায়ের প্রতি ভালোবাসা সন্তানের এসএমএস

                    

    ৯.  আমি বোকা হতে পারি,

    অনেক খারাপ ছাত্র হতে পারি,

    দেখতে অনেক কালো হতে পারি,

    কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।

                          

    ১০.  প্রথম স্পর্শ -মা

    প্রথম পাওয়া -মা

    প্রথম শব্দ -মা

    প্রথম দেখা -মা

    আমার জান্নাত তুমি -মা

                        






    Tag: বাবা মা এর জন্য এসএমএস, SMS for parents,মা বাবার জন্য দোয়া এসএমএস, Prayer SMS for parents, মায়ের প্রতি ভালোবাসার এসএমএস, love of mother sms, মায়ের প্রতি ভালোবাসা সন্তানের এসএমএস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এসএমএস, Heavenly SMS of the child under the feet of the mother, মা-বাবার বাংলা এসএমএস,

     

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url