Shahjalal Science and Technology UniversityAdmission Circular 2020-21
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের তথ্য|
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম shahjalal Science and technology University admission circular - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য।
Shahjalal science and technology University admission exam 2020-2021
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি 2020-2021
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে এবছর করোনা পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা ভালো হবে হয়নি । আর এখন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছেন সেটা সবাই বুঝতে পারছি। আর আপনাদের এই পড়াশুনার সুবিধার ক্ষেত্রে এর পাশাপাশি ভর্তির বিষয়ে অনেক কিছু জানা দরকার আর সেই জন্যই আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য সকল প্রয়োজন তথ্য সেগুলো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের কাজে লাগবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি 2020-2021
Shahjalal Science and technology University Admission system 2020-2021
shahjalal Science and technology University admission test exam 2020-2021
করােনাভাইরাস মহামারীর মধ্যে আটকে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ঘেষণা দিয়েছেন।
এই ঘােষণার পর দেশব্যাপী আলােচনা-সমালােচনা শুরু হয়েছে। ইতিবাচক-নেতিবাচক দিক নিয়ে সামাজিক যােগাযােগ মাধ্যমও সরব। অনেকের মতে যেসব শিক্ষার্থী জেএসসি ও এসএসসি পরীক্ষায় খারাপ করেছেন তারা বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রতিকূলতার শিকার হবেন। কেননা এইচএসসি পরীক্ষায় ভালাে ফল করার সুযোগ তারা পাবেন না, যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এইচএসসির ফল খুবই গুরুত্বপূর্ণ।
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ২০২০-২১
shahjalal Science and technology University admission ability 2020-2021
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নতুন সেশনে শিক্ষার্থী ভর্তিতে নতুন পদ্ধিত, নতুন ব্যবস্থা গ্রহণ করব; যাতে কোনাে শিক্ষার্থী বঞ্চিত না হয়। এজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এক্সপার্ট ও পলিসি মেকারদের সাথে কথা বলব।"
গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেওয়ার কথা ছিল প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম জিপিএ
shahjalal Science and technology University admission test
ইউনিট, বিষয় ও আসন সংখ্যা
SUST বিশ্ববিদ্যালয়ে গতবছর ৩ টি ইউনিটের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলাে
এবারাে হয়তাে সেটাই থাকবে
A UNIT B1 UNIT B2 UNIT SUST বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২০-২০২১
shahjalal Science and technology University subject list
ইউনিট,বিষয় ও আসন সংখ্যা
A Unit এ অর্থনীতি, সমাজবিজ্ঞান, লােকপ্রশাসন, নৃ বিজ্ঞান সমাজকর্ম, ব্যবসায় প্রশাসন, English, বাংলা
B1 Unit এ পদার্থ,রসায়ণ, গণিত, পরিসংখ্যান, CSE, EEE,
B2 Unit এ ক্যামিকেল ইঞ্জিঃ, সুমুদ্র বিজ্ঞান, ভুগােল, ফরেস্ট্রী
আর্কিটেকচার রিলেটেড
মােট আসন সংখ্যা ৯৯০ জন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১
shahjalal Science and technology University admission date 2020-2021
প্রায় ৯ বিষয় মােট ৬১৩ টি আসন সবাই আবেদন করতে পারে
প্রায় ১৮ বিষয় মােট ৯৬০ টি আসন শুধু বিজ্ঞান বিভাগের জন্য
মােট ৩০ টি আসন শুধু বিজ্ঞান বিভাগের জন্য
বিস্তারিত নােটিশ আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিবাে সেখান থেকে বিস্তারিত বিষয় জেনে নিতে পারবে এখানে সব সাজেক্ট উল্লেখ করলে ভিডিও আরাে বড় হয়ে যাবে। ফেসবুকের লিংক নিচে দেয়া আছে ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন ফি 2020-2021
shahjalal Science and technology University admission fee 2020-2021
পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি
মােট ১০০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হয়েছিলাে যার মধ্যে
ভর্তি পরীক্ষা ৭০ নম্বর (MCQ) ৭০ X ১ =৭০ সময় দিবে ১ ঘন্টা ৩০ মি (A+ B1 ইউনিটের জন্য) ২ ঘন্টা ৩০ মিনিট (B2 ইউনিটের জন্য)
SSC + HSC GPA উপর ৩০ নম্বর ধরা হয়েছিলাে
রেগুলার শিক্ষার্থী
(যেবছর ভর্তি পরীক্ষা হয় সে বছর পাশ করলে)
SSC GPA x 2 =
HSC GPA x 4 =
FAHAD
অনিয়মিত শিক্ষার্থী
(যেবছর ভর্তি পরীক্ষা হয় তার আগের বছর পাশ করলে) ssC GPA x 1.8 =
HSC GPÅ x 3.6 =
বিষয় ভিত্তিক আলাদা আলাদা পাশ নেই তবে মােট ১০০ (৭০+৩০) মধ্যে ৪০ পাশ ধরা হয়
Tag: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি 2020-2021, Shahjalal Science and technology University Admission system 2020-2021, shahjalal Science and technology University admission test exam 2020-2021,
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ২০২০-২১, shahjalal Science and technology University admission ability 2020-2021, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম জিপিএ, shahjalal Science and technology University admission test, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২০-২০২১, shahjalal Science and technology University subject list, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১, shahjalal Science and technology University admission date 2020-2021, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 2020-2021, shahjalal Science and technology University admission seat 2020-2021, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন ফি 2020-2021, shahjalal Science and technology University admission fee 2020-2021,
Post a Comment