Rangamati Science and Technology UniversityAdmission Circular 2022-2023
Rangamati Science and Technology UniversityAdmission Circular 2022-2023
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের তথ্য|
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম rangamaati Science and technology University admission circular - রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য।
Rangamati science and technology University admission exam 2022-2023
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি 2022-2023
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে এবছর করোনা পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা ভালো হবে হয়নি । আর এখন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছেন সেটা সবাই বুঝতে পারছি। আর আপনাদের এই পড়াশুনার সুবিধার ক্ষেত্রে এর পাশাপাশি ভর্তির বিষয়ে অনেক কিছু জানা দরকার আর সেই জন্যই আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রাঙামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য সকল প্রয়োজন তথ্য সেগুলো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের কাজে লাগবে।
রাঙ্গামাটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি 2022-2023
rangamati Science and technology University Admission system 2022-2023
rangamati Science and technology University admission test exam 2022-2023
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণীতে বিএসসি ইন কম্পিউটাম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিবিএ (ম্যানেজমেন্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ) ও বিএসসি ইন ফরে্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স কোর্সে নিম্নোক্ত যােগ্যতা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের নিকট থেকে শুধুমাত্র SMS এর মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদন ফি সার্ভিস চার্জসহ- ৬৭৫/- (ছয়শত পচাত্তর) টাকা মাত্র।
আবেদনের সময়সীমা : ২১ অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০ টা থেকে ২০ নভেম্বর, ২০১৯ রাত ১২:০০ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় ইউনিট / অনুষদ ভিত্তিক বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত আসন সংখ্যা নিম্নরূপঃ
রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ২০২২-২০২৩
rangamati Science and technology University admission ability 2022-2023
A-ইউনিট
[ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদ]
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
B-ইউনিট
[ বিজনেস স্টাডিজ অনুষদ
ম্যানেজমেন্ট
C- ইউনিট
বায়ােলজিক্যাল সায়েন্স অনুষদ)
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স
সর্বমোট = ১৫০
রাঙ্গামাটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের
ন্যূনতম জিপিএ
rangamati Science and technology University admission test
ক) A ইউনিট (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)
যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০১৮ বা ২০১৯ সালের বিজ্ঞান শাখায় এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৬.৫০ পেয়েছে এবং যাদের উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ রয়েছে " রাি আবেদন করতে পারবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২২-২০২৩
rangamati Science and technology University subject list
অথবা যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৪ বা ২০১৫ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে ২০১৮ বা ২০১৯ সালে ৪র্থ বিষয়সহ উক্ত ডিপ্লোমায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় মােট জিপিএ ৬.০০ পেয়েছে তারা আবেদন করতে পারবে।
খ) B ইউনিট (ম্যানেজমেন্ট বিভাগ ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) ?
যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০১৮ বা ২০১৯ সালের ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৫.৫০ পেয়েছে এবং যাদের উভয় পরীক্ষার আলাদা আলাদভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ রয়েছে তারা আবেদন করতে পারবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২২-২০২৩
rangamati Science and technology University admission date 2022-2023
অথবা
যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০১৮ বা ২০১৯ সালের হিসাব বিজ্ঞানসহ ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৫.৫০ পেয়েছে এবং যাদের উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্ূনতম জিপিএ ২.৫০ রয়েছে তারা আবেদন করতে পারবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন ফি 2022-2023
rangabati Science and technology University admission fee 2022-2023
গ) C ইউনিট (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ) ঃ
যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০১৮ বা ২০১৯ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৬.৫০ পেয়েছে। এবং যাদের উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩,০০ রয়েছে; তবে মাধ্যমিক/সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয় রয়েছে। তারা আবেদন করতে পারবে।
অথবা
যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৪ বা ২০১৫ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল সায়েন্সে ভর্তি হয়ে ২০১৮ বা ২০১৯ সালে ৪র্থ বিষয়সহ উক্ত ডিপ্লোমায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় মােট জিপিএ ৬.০০ পেয়েছে তারা আবেদন করতে পারবে।
রাঙ্গামাটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির
বিষয় সমূহ
rangamati Science and technology University admission subject list 2022-2023