Rajshahi University admission circular 2020-21 - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তির তথ্য|
Rajshahi University admission circular 2020-21
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তির তথ্য|
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম Jahangirnagar University admission test all details 2021 - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর|
Rajshahi University admission exam
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি|
আজকের আলোচ্য বিষয় গুলো হল - ইউনিট, বিষয় ও আসন সংখ্যা|
ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা|
পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি|
ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত|
Rajshahi University admission unit system
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট, বিষয় ও আসন সংখ্যা|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছর নতুন নিয়মের ইউনিটের মাধ্যমে পরীক্ষা হয়েছিল যেখানে মাত্র তিন ইউনিট ছিল। এইবারও নিয়ম টা ঠিক একই রকম থাকবে। এইবারও a- unit ইউনিট b - unit ইউনিট এবং c-unit থাকবে| রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সবাই আবেদন করতে পারবে।
Rajshahi vishwavidyalay unit patan- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট,বিষয় ও আসন সংখ্যা
rajshahi University admission 2020-21
A Unit এর জন্য মানবিকঃ কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট। প্রায় ২৮ বিষয় মােট ২০৬৯ টি আসন সবাই আবেদন করতে পারে
B Unit এর জন্য ব্যবসায়ঃ মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, হস্পিটালিটি ম্যানেজমেন্ট,ব্যবসায় প্রশাসন। প্রায় ৭ বিষয় মােট ৫১০ টি আসন সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে
C Unit এর জন্য বিজ্ঞানঃ জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, কৃষি, প্রকৌশল সহ আরাে অনেক অনুষদ রয়েছে।প্রায় ২৫ বিষয় মােট ১৫৭২ টি আসন সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে
অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইবারের সংখ্যামােট আসন সংখ্যা ৪,১৫১ জন।
Rajshahi University admission availity
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের নুন্যতম যােগ্যতা|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদনের যােগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যােগ্যতা দরকার হয়
গত শিক্ষাবর্ষে ছিলােঃ HSC= ২০১৯
এই শিক্ষাবর্ষে হতে পারে HSC= ২০২০
তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ডটাইম নেই
তবে এবার যদি কোনাে নিয়মের পরিবর্তন আসে ইনশা-আল্লাহ তােমাদের জানিয়ে দিবাে
সব বিভাগের বিষয় ভিত্তিক ভিন্নতা থাকলেও মােট ৪০-এ পাশ মার্ক ধরা হয়।
বিজ্ঞান শাখা : ssc 3.00 HSC 3.00
সর্বমোট 7.00 পয়েন্ট পেতে হবে।
মানবিক শাখা: ssc 3.50 HSC 3.50
সর্বমোট 7.50 পয়েন্ট পেলেও চলবে।
ব্যবসা শাখা : ssc 3.50 HSC 3.50
সর্বমোট 8.00 পয়েন্ট পেতে হবে।
আর এইখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়।
তুমি যে ইউনিটে শিক্ষার্থীই হও না কেন তোমাকে এসএসসি ও এইচএসসি মিলে এই পয়েন্টগুলোর পেতে হবে এইখানে শাখাভিত্তিক আলাদা করা অর্থাৎ সায়েন্স এর জন্য আলাদা পয়েন্ট কমার্সের জন্য আলাদা পয়েন্ট এবং আর্টস এর জন্য আলাদা পয়েন্ট পেতে হবে।
Rajshahi University admission exam mark
rajshahi University admission exam mark system
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি|
ভর্তি পরীক্ষায় 100 নম্বর হয়ে থাকে অর্থাৎ এখানে এসএসসি বা এইচএসসি এর জিপিএ নম্বর গণনা করা হয় না
GPA থেকে ভর্তি পরীক্ষায় সুবিধা পাওয়া না গেলেও; এটা দিয়ে অন্য একটি সুবিধা পাওয়া যায়। সেটি হলাে প্রাথমিক আবেদনের নির্বাচনে এগিয়ে থাকা
>ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে
> এর মধ্যে এম সি কিউ তে আছে ৬০ নম্বর (৬০*১)
এবং লিখিত পরীক্ষায় আছে ৪০ নম্বর (২০*২) (শর্ট প্রশ্ন-উত্তরের
পরীক্ষা ২ শিফটে হয় সকলে ও বিকেলে
> সময় দেয়া হয় মােট ১ ঘন্টা ৪৫ মিনিট
মতাে)
পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি
rajshahi University admission unit mark distribution
rajshahi University admission units
rajshahi University unit question
A Unit
MCQ=60 Marks
বাংলাঃ ১৫ ইংরেজীঃ ১৫
সাধারণ জ্ঞানঃ ৩০
লিখিত= ৪০ নম্বর
বাংলাঃ ২০
ইংরেজীঃ ২০
সবার জন্য একই প্রশ্ন
B Unit
অনান্য বিভাগ
MCQ ৬০ নম্বর
বাংলাঃ ১৫
ইংরেজিঃ১৫
সাধারণজ্ঞানঃ ২০
আই সি টিঃ ১০
লিখিতঃ ৪০ নম্বর
FAR বাংলাঃ ১০
ইংরেজীঃ ১৪
সাধারণ গনিতঃ ১৬
Rajshahi University admission 2021
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
বিজ্ঞানঃMCQ=60 নম্বর
পদার্থঃ ১৬
রসায়ণ ১৬
আই সিটি ৬
ইংরেজী ৬
জীববিদ্যা/গণিত
জীববিদ্যা+গণিত=১৬
লিখিতঃ ৪০ নম্বর
পদার্থঃ ১২
রসায়ণ ১২ জীববিদ্যা/গণিত জীববিদ্যা+গণিত=১৬
বাণিজ্যঃMCQ ৬০ নম্বর
ইংরেজীঃ ১২ ব্যবঃসংগঠনঃ ২০ হিসাব বিজ্ঞানঃ ২০ আই সিটিঃ ৮
লিখিতঃ ৪০ নম্বর
ইংরজীঃ ৮ ব্যবঃসংগঠনঃ ১৬ হিঃবিজ্ঞানঃ ১৬
C Unit
অনান্য বিভাগঃ
MCQ=60 নম্বর
বাংলাঃ ১৫
ইংরেজিঃ১৫
সাঃজ্ঞান/ভূগােল/
মনােবিজ্ঞানঃ ৩০
লিখিতঃ ৪০ নম্বর
বাংলাঃ১০
ইংরেজীঃ ১০
সাঃজ্ঞান/ভূগোল মনােবিজ্ঞানঃ ২০
Tag: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্য 2021, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তির তথ্য, Rajshahi University admission exam, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট, বিষয় ও আসন সংখ্যা, rajshahi University admission, rajshahi University admission 2021, rajshahi University admission circular, rajshahi University admission circular 2021, rajshahi University admission 2020-21, rajshahi University admission circular 2020-21, rajshahi University admission unit details, rajshahi University admission unit mark distribution, rajshahi University admission units, rajshahi University unit question, rajshahi University admission unit question, rajshahi University admission question bank, rajshahi University admission system, rajshahi University admission system 2021, rajshahi University admission syllabus, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিলেবাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইউনিট সিস্টেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির পদ্ধতি 2021, Rajshahi University admission exam mark, rajshahi University admission exam mark system,