হাসির এসএমএস - Laughter SMS - বোকা বানানোর এসএমএস - Foolish SMS - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

হাসির এসএমএস - Laughter SMS - বোকা বানানোর এসএমএস - Foolish SMS


 


হাসির এসএমএস - Laughter SMS - বোকা বানানোর এসএমএস - Foolish SMS

আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঙালির বিভিন্ন ধরনের এসএমএস। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে। 

হাসির এসএমএস - বোকা বানানোর এসএমএস 

মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে এসএমএস এর বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হাসির এসএমএস ও বোকা বানানোর এসএমএস। 

আরোও দেখুন এই গুলো লিংকে












হাসির এসএমএস 2021 - ভালোবাসার হাসির এসএমএস - হাসির কৌতুক এসএমএস 

১. ღ_ღডাক্তারঃ আপনার ওজন দু-কিলো কমে গেছে কেন?

মহিলাঃ ও..আজ মেক আপ করিনি তো তাই!

♥                       


২. একটা ভিক্ষুক ভিক্ষা করে ৫০ টাকা আয় করেই চলে গেল 5 star হোটেলে।

খাওয়া দাওয়ার পর বিল হল ৪৫১০ টাকা।

ফকিরের কাছে অত টাকা না থাকায়

ম্যানেজার তাকে পুলিশে দিল।

☺☺ফকির পুলিশকে ৫০ টাকা ঘুষ দিয়ে বের হয়ে আসল।☺☺


৩. কপাল আর লুঙ্গীর মধ্যে মিল কোথায়?

দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে!

কপাল খুললে পৌষ মাস,

আর লুঙ্গী খুললে সর্বনাশ।

চরম হাসির এসএমএস 

৪. ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ-একটা গান করোতো

ছাত্রছাত্রীঃ- ok স্যার।

ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব।

ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ?

স্যারঃ-It's 100% Love.. Love.. Love.          

ছেলে মেয়ের হাসির এসএমএস

৫. মেয়ে:-তুমি একটা বদ।

ছেলে:-তুমি কি ভালো?

মেয়ে:-হ্যাঁ, আমি ভালো।

ছেলে:-তার মানে তুমি বদ না?

মেয়ে:-হ্যাঁ,আমি বদ না।

ছেলে:-RFL বদনা?

মেয়ে:-না, মানে আমি বদ না।

ছেলে:-সেটাই তো বললাম তুমি RFLবদনা।

কুকুর নিয়ে হাসির এসএমএস

৬. কাছের পথ দুরের লাগে,

যদি সাথে কেউনা থাকে।

দুরের পথ অনেক কাছের লাগে,

যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে।

                     

৭. বিয়ের আগেঃ- বল্টুর প্রেমিকা তাকে বলছে 

ডার্লিং চাঁদ কোথায়?

বল্টুঃ-একটা আকাশে আরেক টা আমার পাশেই বসে আছে।

বিয়ের পর:-বউঃ এই শুন না, চাঁদ কোথায়?

বল্টুঃ-ওই তুই কানা নাকি?

আকাশে কি তোর বাপ ফিলিপস বাত্তি জালাইয়া রাখছে।

বল্টুর হাসির এসএমএস   

৮. বল্টু:-রাতে বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছে

হঠাৎ বল্টুর মা:-পাশের রুম থেকে বলল বল্টু ধোঁয়া দেখা যায় কোথাও আগুন লাগেনিতো?

বল্টু:-না কয়েল জ্বালাচ্ছি মা.

মা:-কয়েলের গন্ধ এরকম কেন?

বল্টু:- মা এটা নতুন কয়েল তাই এ রকম গন্ধ।

মা:-বুঝতে পারল এবং বলল বাবা বল্টু এ রকম কয়েল জ্বালাস না.

বল্টু:-কারণটা কি মা.

মা:-বলল..মশার ক্যান্সার হতে পারে।

                 

৯. তিন বন্ধু মিলে জঙ্গলে হাঁটতেছে.

হঠাৎ তাদের সামনে একটা পরী এল.

পরী:-তোমরা একটা করে ইচ্ছার কথা বল,আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করে দেব.

বন্ধু ১ :-আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়ে দাও.পরী :- দিলাম.

বন্ধু ২ :-আমাকে দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বানিয়ে দাও.

পরী :- দিলাম.

বন্ধু ৩ :- এই দুইজনকে আগের মতকরে দাও!! হা হা !!

                   

 ১০.  ছাদ থেকে দৌড়ে এসে বল্টু তার মাকে বলছে

বল্টু:-মা তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন?

মা:-কোথায় মিথ্যা বললাম!

বল্টু:-তুমিতো বললে আমার ছোট বোনটা নাকি পরি?

মা:-হ্যা তোর ছোট বোন তো পরি!

বল্টু:-তা হলে আমি যখন ওকে ছাদ থেকে নিচে ফেলে দিলাম তখন তো ও উড়লনা!

মা:-হায় হায় হারামজাদা তুই কি করছিস।

ছেলেদের বোকা বানানোর এসএমএস - বোকা বানানোর এসএমএস 2021

১. ღ_ღতুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয় নি

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।♥


২. অনেক মেয়ে মুলা দিয়ে করে,

আবার অনেক মেয়ে গাজর দিয়ে ও করে,

আবার অনেক মেয়ে শষা দিয়ে ও করে।

আবার সব কিছু একসাথে দিয়ে ও করে।

কি করে জানো?

আরে সালাদ তৈরী করে।

সবাইকে বোকা বানানোর এসএমএস 

৩. দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও,

নিজেকে পাখি মনে হবে।

জোছনা রাতে চাঁদের পানে চাও,

নিজেকে পরি মনে হবে।

মাটির সবুজ ঘাসের পানে চাও,

নিজেকে ছাগল মনে হবে।

                   

৪. চাই না আমি শাকিব খান এর প্রিয়া,

চাই না আমি নায়িকা ঐশরিয়া

চাই আমি তোমার মত এক্সপার্ট কাজের বুয়া।

কি হবেনা??

আত্মীয়দের বোকা বানানোর এসএমএস        

৫. আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম।

রাতে ঘুমের ঘোরে দেখলাম আমাকে চুমু দিচ্ছে।

আমি সহ্য করতে না পেরে উঠে মশা মেরে আবার ঘুমিয়ে পড়লাম।

আপনারা কি ভেবেছিলেন??

                       

৬. সে আসলো, আমার উপর বসলো,

আমাকে জড়িয়ে ধরলো,

পরে কামর, চুমু দিল।

তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল।

খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর।

ঐটা একটা মশা ছিল।

                   

৭. রোগ হলে ডাক্তারের কাছে যাও।

কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে।

ঔষধ কেনো, কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে।

কিন্তু তুমি ঔষধ খেওনা,

কারণ তোমাকেও বাঁচতে হবে।

                     

৮. যখন তোমার একা লাগবে,

তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না,

দুনিয়া টা ঝাপসা হয়ে আসবে।

তখন তুমি আমার কাছে এসো।

তোমাকে চোখের ডাক্তার দেখাবো।

                     

৯.  ফুলের মাঝে ভ্রমর আসে,

নদীর ওপর নৌকা ভাসে,

শিশির নাচে সবুজ ঘাসে,

রাতের মাঝে জোছনা হাসে।

আর কিছু মেয়েদের ভালোবাসায় ফরমালিন আছে।

                    

১০.   অদ্ভুত কিছু আবেগ,

অজানা কিছু অনুভূতি।

অসম্ভব কিছু ভালো লাগা,

হয়তো বা কষ্টের ভয়,

একাকীত্ব নিরবতা।

এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।

                     আরোও দেখুন এই গুলো লিংকে












Tag: হাসির এসএমএস, Laughter SMS, বোকা বানানোর এসএমএস, Foolish SMS, হাসির এসএমএস 2021, ভালোবাসার হাসির এসএমএস, হাসির কৌতুক এসএমএস, হাসি এসএমএস, চরম হাসির এসএমএস, ঈদের হাসির এসএমএস, রোমান্টিক হাসির এসএমএস, ছেলেদের বোকা বানানোর এসএমএস, বোকা বানানোর এসএমএস 2021, বোকা বানানোর বাংলা এসএমএস, বন্ধুদের বোকা বানানোর এসএমএস,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com