Khulna University admission test all details 2022 - খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর|
Khulna University admission test all details 2022 | খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর
Khulna University admission exam | খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে এবছর করোনা পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা ভালো হবে হয়নি । আর এখন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছেন সেটা সবাই বুঝতে পারছি। আর আপনাদের এই পড়াশুনার সুবিধার ক্ষেত্রে এর পাশাপাশি ভর্তির বিষয়ে অনেক কিছু জানা দরকার আর সেই জন্যই আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য সকল প্রয়োজন তথ্য সেগুলো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের কাজে লাগবে।
আজকের আলোচ্য বিষয়
১. খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কে স্পষ্ট
ধারণাা|
২. কোন বিভাগের শিক্ষার্থীরা কোন বিভাগে
পরীক্ষা দিতে পারবে|
৩. 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার
আবেদনের তারিখ|
৪. ভর্তি পরীক্ষা পদ্ধতি|
৫. ইউনিট ভিত্তিক মানবন্টন|
৬. ইউনিট পরিচিতি|
khulna University unit system
A unit - ইউনিট বিজ্ঞান অনুষদ
B unit - ইউনিট কলা অনুষদ
C unit - ইউনিট ব্যবসা প্রশাসন অনুষদ
খুলনা বিশ্ববিদ্যালয়
মোট ইউনিট রয়েছে চারটি।
Facility রয়েছে ৮ টি।
বিষয় 29 টি।
আর সর্বমোট আসন সংখ্যা 1217 টি।
A unit এ বিষয় রয়েছে 15 টি। আসন সংখ্যা রয়েছে 662 টা।
B unit এ বিষয় রয়েছে 9 টি।
আসন সংখ্যা রয়েছে 399 টি।
C unit এ বিষয় রয়েছে 2 টি। আসন সংখ্যা রয়েছে 96 টি।
D unit এ বিষয় রয়েছে 3 টি ।আসন সংখ্যা রয়েছে 60টি।
সর্বমোট আসন সংখ্যা 1217 টি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা | Khulna University admission ability
যে সকল শিক্ষার্থী বৃন্দ ২০১৭/১৮ সালের মধ্যে এসএসসি এবং সমমানের নম্বর পেয়ে পাশ করেছে। আর ২০২০/২১ সালের মধ্যে মাধ্যমিক এবং সমমানের নম্বর পেয়ে পাশ করেছে এবং নিম্নলিখিত যোগ্যতা থাকা সাপেক্ষে উপরোক্ত ইউনিট সমূহে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ফরম তুলতে পারবে।
B unit ব্যবসা শাখা এবং মানবিক শাখার জন্য এসএসসি ও এইচএসসি মিলে 9.00 এবং বিজ্ঞান শাখার জন্য 9.00 হতে হবে।
C unit এর জন্য মানবিক ও ব্যবসায় শাখায় এসএসসি ও এইচএসসি মিলে 9.00 হতে হবে এবং বিজ্ঞান শাখার জন্য ও এসএসসি এবং এইচএসসি মিলে 9.00 হতে হবে।
D unit এর জন্য মানবিক শাখা, শাখায় এসএসসি এবং এইচএসসি তে মিলে 7.00/ 8.00হতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয় মানবন্টন | Khulna University Unit details | Khulna University Masters Admission
A unit এর জন্য পদার্থবিজ্ঞান এ ২০, রসায়ন এ ২০, ইংরেজিতে ২০, গণিত এ ২০ ঝ জীব বিজ্ঞান এ ২০ পেতে হবে সর্বমোট 100 মার্কের এনসার দিতে হবে। আর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা।
KU Job Circular 2022 | Khulna University Admission
ব্যবসায় শাখার জন্য হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন। হিসাববিজ্ঞানের 10 নম্বর ও ব্যবসায় সংগঠন এ 10 নম্বর। মানবিক শাখার জন্য অর্থনীতি পৌরনীতি/ ইতিহাস। এইখানেও অর্থনীতি এবং পৌরনীতিতে 10 মার্ক করে থাকবে। মোট 80 নম্বরের পরীক্ষা দিতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে | Khulna University admission 2022
D unit এ থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, শিল্প ও সংস্কৃতি, অংকন, নকশা। বাংলাতে থাকবে 10 নম্বর ইংরেজিতে থাকবে 10 নম্বর সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর শিল্প-সংস্কৃতি থাকবে 20 নম্বর অঙ্কনে থাকবে 30 নম্বর এবং নকশা তে থাকবে 20 নম্বর। এইখানে মোট 120 মার্কের এনসার দিতে হবে।
Tags: Khulna University admission test all details 2022, খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর, Khulna University admission exam, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কে স্পষ্ট ধারণা, কোন বিভাগের শিক্ষার্থীরা কোন বিভাগে পরীক্ষা দিতে পারবে, 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ, খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিক ভিত্তিক মানবন্টন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি, Image of Khulna University B Unit Question pattern, Khulna University B Unit Question pattern, Khulna University MBA Admission 2022, Khulna University Unit details, Khulna University Masters Admission, Khulna University A Unit mark distribution, KU Job Circular 2022, Khulna University address, Khulna University admission ability