Jagannath University admission test all details 2022 - জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর|
Jagannath University admission test all details 2022 | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম Jagannath University admission test all details 2022 - জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর
Jagannath University admission exam | জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে এবছর করোনা পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা ভালো হবে হয়নি । আর এখন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছেন সেটা সবাই বুঝতে পারছি। আর আপনাদের এই পড়াশুনার সুবিধার ক্ষেত্রে এর পাশাপাশি ভর্তির বিষয়ে অনেক কিছু জানা দরকার আর সেই জন্যই আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য সকল প্রয়োজন তথ্য সেগুলো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের কাজে লাগবে।
আজকের আলোচ্য বিষয়
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কে স্পষ্ট ধারণা|
২. কোন বিভাগের শিক্ষার্থীরা কোন বিভাগে পরীক্ষা দিতে পারবে|
৩. 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ|
৪. ভর্তি পরীক্ষা পদ্ধতি|
৫. ইউনিট ভিত্তিক মানবন্টন|
৬. ইউনিট পরিচিতি|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট/বিভাগ | jagannath University unit system
ইউনিট-১ বিজ্ঞান শাখা বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভােকেশনাল (এইচএসসি) যোগ্যতা : এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়।
ইউনিট-২ মানবিক শাখা মানবিক, মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি, মাদ্রাসা (সাধারণ) মাদ্রাসা (মুজাব্বিদ)। যোগ্যতা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয় ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে | jagannath University admission 2022
ইউনিট-৩ বাণিজ্য শাখা সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্ বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও চারুকলা বিভাগে আবেদন করতে পারবে। যোগ্যতা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়।
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি |(ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স। যোগ্যতা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নিচে নয় এবং এইচএসসিতে বাংলা ও ইংরেজি বিষয়ে অবশ্যই ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
| বি.দ্র. বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীর ইউনিট-১ এ ভর্তি পরীক্ষা দিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ এ বিষয়সমূহে ভর্তির সুযােগ রয়েছে। তদ্রপ বাণিজ্য শাখার ছাত্রছাত্রীর ইউনিট-৩ এ ভর্তি পরীক্ষা দিয়ে ইউনিট-২ এর নির্ধারিত কয়েকটি বিষয়ে ভর্তির সুযােগ রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার পদ্ধতি | Jagannath University Admission Question 2022
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
(ক) পরীক্ষার নম্বর বণ্টন :
লিখিত পরীক্ষায়
এসএসসি থেকে
এইচএসসি থেকে
মােট
৭২ নম্বর
১২ নম্বর
১৬ নম্বর
১০০ নম্বর
Jagannath University A unit Subject List | Jagannath university admission fee
(খ) ইউনিট-১, ২ ও ৩ এ ভর্তি পরীক্ষার বিষয়গুলাে হবে নিম্নরূপ :
ইউনিট
ইউনিট-১ বিজ্ঞান শাখা
i) পদার্থবিজ্ঞান
|ii) রসায়ন
|iii) গণিত অথবা জীববিজ্ঞান
|ইউনিট-২ মানবিক শাখা
i) বাংলা
|ii) ইংরেজি
|iii) বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব (শিল্প সাহিত্য অথবা আর্থ-সামাজিক বিষয়ে বাংলা এবং/অথবা ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য
লিখতে হবে) এবং সাধারণ বুদ্ধিমত্তা
হিসাব বিজ্ঞান
Jagannath University Admission 2022
jagannath university admission circular 2021-22
ইউনিট-৩ বাণিজ্য শাখা
i) বাংলা ও ইংরেজি
ii) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়ােগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা
|iii) ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে)
Tag: Jagannath University admission test all details 2022, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল আপডেট খবর, Jagannath University admission exam, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কে স্পষ্ট ধারণা, কোন বিভাগের শিক্ষার্থীরা কোন বিভাগে পরীক্ষা দিতে পারবে, 2021-22 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক মানবন্টন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতি, Image of Jagannath University Admission Question 2022, Jagannath University Admission Question 2022, Jagannath University Admission 2021, jagannath university admission circular 2021-21, Jagannath University MBA Admission 2021,Jagannath University Subject List, Jagannath University tuition Fees, Jagannath University A unit Subject List, Jagannath university admission fee,