ঈদ মোবারক এসএমএস - শুভ কামনা এসএমএস - Eid Mubarak SMS - Best Wishes sms
ঈদ মোবারক এসএমএস - শুভ কামনা এসএমএস - Eid Mubarak SMS - Best Wishes sms
আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঙালির বিভিন্ন ধরনের এসএমএস। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে।
ঈদ মোবারক এসএমএস - শুভকামনা এর সকল এসএমএস
মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে এসএমএস এর বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ঈদ মোবারক এসএমএস ও শুভ কামনা এসএমএস।
ঈদ মোবারক বার্তা - ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস Eid Mubarak SMS - Eid Mubarak wishes sms
১. ღ_ღশুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
ঈদ মোবারকღ_ღ
আরো কিছু উপকারী পোস্ট দেখুন ক্লিক করে
ঈদের জন্য পিকচার ডাউনলোড করুন এখান থেকে
সময় নিয়ে ঈদের এসএমএস - Eid SMS with time
২. ღ_ღমেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি ১৫দিন,কাপড় চোপড় কিনে নিন,
গরিব দঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছেღ_ღ
শাওয়ালের ঈদের এসএমএস - Shawwal Eid SMS
৩. ღ_ღশাওয়ালের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর।
ঈদ মোবারক।ღ_ღ
ঈদের চাঁদ নিয়ে এসএমএস - SMS with Eid moon
৪. ღ_ღযে দিন দেখবো ঈদের চাঁদ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব যেদিন,
সে দিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
৫. ღ_ღফুল সুভাষ দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দু:খ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস
তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়,
ঈদ মোবারক
পোশাক নিয়ে ঈদের এসএমএস - Eid SMS with clothes
৬. ღ_ღনতুন পোশাক পরে নিও,
বেশি করে ঈদি নিও,সেমাই খেও পেট ভরে,
ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারক বলো প্রাণ খুলে।
৭. ღ_ღআনন্দের এই সময়গুলো
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
ঈদ মোবারক।
৮. ღ_ღভোর হলো দোর খোল,
চোখ মেলে দেখরে,
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এল রে,
নতুন জামা পড়ব রে,
হাসি খুশি থাকব রে,
ঈদ চলে এল সবার দুয়ারে।
৯. ღ_ღচাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাদেঁর আলো এসে
পড়ল সবার গায়,
ঈদ মোবারক।
১০. ღ_ღহাসি খুশি রাশি রাশি,
আজ দু:খ নিয়েছে বিদায়,
সব ব্যাথা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাই
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে।
আরো কিছু উপকারী পোস্ট দেখুন ক্লিক করে
ঈদের জন্য পিকচার ডাউনলোড করুন এখান থেকে
শুভ কামনা এসএমএস - best wishes sms - শুভকামনা শুভেচ্ছা - best wishes
১. ღ_ღফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ
রাঙ্গুক তোমার জীবন।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক
দুর অজানার দেশে।
তোমার জীবন যেনো
সুখের সাগরে ভাসে।
এই কামনা করি আমি
বিধাতারি কাছে।♥
আকাশ নিয়ে শুভ কামনা এসএমএস - sky best wishes sms
২. আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
শুভ কামনা।
দূরে যাওয়া শুভ কামনা এসএমএস - Good luck SMS away
৩. যাচ্ছো দূরে যাও তোমাকে বাধা দেবো না।
যতো বাধাই আসুক পথে ভয় পেও না।
তোমার জন্য রইল অনেক শুভ কামনা।
৪. দুখের বোঝা আমার ঘারে
চাপিয়ে দিয়ে তুমি
যদি সুখী হতে পারো
তবে সুখে থেকো
আমি তোমার সুখ দেখতে চাই।
৫. তোমার দেওয়া ভালোবাসার কারণে
আমার জীবন থমকে দাড়িয়েছে
এমন তো কথা ছিলো না তবে
কেনো তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না
তবু ও বলবো ভালো থেকো।
ভালোবাসা শুভকামনা এসএমএস - love best wishes sms
৬. চাওয়া জেন পাওয়া হয়,
স্বপ্ন যেন সত্যি হয়....
কল্পনা যেন বাস্তব হয়,
জিবন যেন সুখি হয়....
সম্বাবনা যেন পূর্ণ হয়,
এই সুভ কামনাটা আমি তুমায় যানাই।
৭.দিন যায় দিন আসে,
কেউ দূরে কেউ কাছে,
কারো মন এলোমেলো,
কারো মন খুব ভালো....
রাত গেল দিন এলো,
জান তুমি ভালো থেকো সুখে থেকো।
৮. তোমার দেওয়া ভালোবাসার কারণে
আমার জীবন থমকে দাড়িয়েছে
এমন তো কথা ছিলো না তবে
কেনো তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না
তবু ও বলবো ভালো থেকো।
৯. আমি হয়ত পারিনি
তোমার জীবনটাকে আমার করে নিতে...
কিন্তু তুমি তো পারতে
আমার জীবনটাকে তোমারকরে নিতে?
ভুলটা না হয় আমারি ছিলো...
শুধরানোর অধিকার কি তোমার ছিলোনা?
১০. গ্রীসের আনারকলি,
র্বষার অনজলী,
শরতের গীতালি,
হেমন্তের মিতালী,
শীতের পিঠা পুলি,
বসন্তের ফুল কলি,
এমনি করে ভরে যাক
জীবনের সবপাতা গুলি।
আরো কিছু উপকারী পোস্ট দেখুন ক্লিক করে
ঈদের জন্য পিকচার ডাউনলোড করুন এখান থেকে
Tag: ঈদ মোবারক এসএমএস, ঈদ মোবারক বার্তা, ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস, ঈদ মোবারক 2021, ঈদ মোবারক 2021 এসএমএস, Eid Mubarak, Eid Mubarak SMS, Eid Mubarak SMS 2021, Eid Mubarak wishes sms, শুভ কামনা এসএমএস, শুভকামনা, শুভকামনা শুভেচ্ছা, বিবাহের শুভ কামনা এসএমএস, পরীক্ষার শুভ কামনা এসএমএস, পিতামাতার জন্য শুভ কামনা এসএমএস, best wishes, best wishes sms, wedding wishes sms, exam wishes sms, ভালোবাসা শুভকামনা এসএমএস, love best wishes sms,