Bangladesh Textile University Admission Circular 2020-21
Bangladesh Textile University Admission Circular 2020-21
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের তথ্য|
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম Bangladesh textile University admission circular - বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য।
Bangladesh textile University admission exam 2020-2021
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি 2020-2021
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে এবছর করোনা পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা ভালো হবে হয়নি । আর এখন ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছেন সেটা সবাই বুঝতে পারছি। আর আপনাদের এই পড়াশুনার সুবিধার ক্ষেত্রে এর পাশাপাশি ভর্তির বিষয়ে অনেক কিছু জানা দরকার আর সেই জন্যই আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এর জন্য সকল প্রয়োজন তথ্য সেগুলো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের কাজে লাগবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি 2020-2021
Bangladesh textile University Admission system 2020-2021
Bangladesh textile University admission test exam 2020-2021
বুটেক্স-বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পরিচিতি
টেক্সটাইল প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। যা ১৯২১ সালে ব্রিটিশ শাসনামলে 'উয়েভিং স্কুল নামে ঢাকার নারিন্দায় একটি প্রতিষ্ঠানটি চালু হয়েছিল। বর্তমানে ঢাকা শহরের শিল্পের প্রাণকেন্দ্র তেঁজগাও শিল্প এলাকায় বুটেক্সের অবস্থান
> বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে, যা আট সেমিস্টারে বিভক্ত। প্রতিবছর ৬ মাস অন্তর অন্তর ২টি সেমিস্টার হয়। সাধারণত বছরগুলােকে লেভেল এবং সেমিস্টার গুলােকে টার্ম বলা হয়; অর্থাৎ ৪টি লেভেল-এ ৮টি টার্ম পরীক্ষা হয়ে থাকে। > বুটেক্স এর অধীনে সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেগুলাে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। এসব কলেজের একাডেমিক কার্যক্রম বুটেক্স সিলেবাস অনুযায়ী পরিচালিত এবং বুটেক্স থেকে সনদপত্র প্রদান করা হয়। কলেজগুলাে সম্পূর্নভাবে বুটেক্স নিয়ন্ত্রিত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ২০২০-২১
Bangladesh textile University admission ability 2020-2021
আবেদনের যােগ্যতা
এখানে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানাে হয়। আবেদন করার জন্য ৩টি শর্ত আছেঃ
১ম শর্তঃ SSC+ HSC সমমানের পরীক্ষায় ৪.৫০ থাকতে হবে
২য় শর্তঃ HSC GPA:
পদার্থঃ GPA 5
রসায়নঃ GPA 5
গণিতঃ GPA 5
ইংরেজীঃ GPA 5
Subject 4 X
GPA 5= 20
এই ২০ এর মধ্যে ১৮ পেতে হবে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম জিপিএ
Bangladesh textile University admission test
আবেদনের যােগ্যতা
৩য় শর্তঃ HSC প্রতিটি বিষয়ে ৪.০ কমপক্ষে থাকতে হবে
,উদাহরণঃ HSC GPA:
পদার্থঃ GPA 5
রসায়নঃ GPA 5
গণিতঃ GPA 5
ইংরেজীঃ GPA 3.5
মােট ১৮.৫ হলেও তুমি আবেদন করতে পারবে না।
এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২০-২০২১
Bangladesh textile University subject list
পরীক্ষা পদ্ধতি
বুটেক্স এর ভর্তি কার্যক্রম
মােটঃ ৩০০ নম্বরের মাধ্যমে হয়েছিলাে গত শিক্ষাবর্ষে
লিখিত পরীক্ষা ২০০ নম্বর
পদার্থঃ ৬০
রসায়নঃ৬০
ম্যাথঃ ৬০
ইংরেজিঃ ২০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১
Bangladesh textile University admission date 2020-2021
SSC+HSC এর রেজাল্টঃ ১০০ নম্বর
পরীক্ষার সময় AD SSC GPA X 8 =? ২ ঘন্টা
HSC GPA X 12 = ?
পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
লিখিত পরীক্ষা হবে। এখানে MCQ হবে না
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিট পদ্ধতি
Bangladesh textile University admission unit system
লিখিত পরীক্ষার মধ্যে পদার্থ/রসায়ন/ম্যাথ ৬০নম্বরের মধ্যে ৬টি প্রশ্ন আসবে তার মানে প্রতি প্রশ্ন ১০ নম্বর করে।
৬ নম্বরের ১টি প্রশ্নে সাব/উপ প্রশ্ন থাকতে পারে।যেমনঃ ১(ক),১(খ)
প্রশ্নের মধ্যে ফাঁকা জায়গায় উত্তর লিখতে হবে। অতিরিক্ত পেইজ দেয়া হয় না।
প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই ভার্শনেই হয়। প্রােগ্রামেবল ক্যাকুলেটর না তবে সাধারণ সাইন্টেফিক ক্যালকুলেটর ব্যাবহার করতে পারবে
যেহেতু লিখিত পরীক্ষা তাই নেগেটিভ মার্কিং নেই ।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 2020-2021
Bangladesh textile University admission seat 2020-2021
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবেদন ফি 2020-2021
প্রশ্ন HSC সিলেবাস থেকে করা হয়ে থাকে
আবেদন পদ্ধতি
দুটি ধাপে আবেদন কার্যক্রম হয়। এবার যদি পরিবর্তন হয় তাহলে আমি ইনশা-আল্লাহ জানিয়ে দিবাে
১ম ধাপেঃ এখানে একজন শিক্ষার্থী ২০০ টাকা দিয়ে আবেদন করে।এরপর যােগ্য ১০ হাজার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
পরীক্ষাতে ২য় ধাপেঃ লিখিত পরীক্ষার দেয়ার যােগ্য প্রার্থীদের ৮০০ টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়।
Tag: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি 2020-2021, Bangladesh textile University Admission system 2020-2021, Bangladesh textile University admission test exam 2020-2021, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ২০২০-২১, Bangladesh textile University admission ability 2020-2021, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম জিপিএ, Bangladesh textile University admission test, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২০-২০২১, Bangladesh textile University subject list, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১, Bangladesh textile University admission date 2020-2021, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিট পদ্ধতি, Bangladesh textile University admission unit system, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 2020-2021, Bangladesh textile University admission seat 2020-2021, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবেদন ফি 2020-2021, Bangladesh textile University admission fee 2020-2021,