ভ্রম - এম.জে. বাবু | brom M. J. Babu - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ভ্রম - এম.জে. বাবু | brom M. J. Babu

ভ্রম  - এম.জে. বাবু | brom M. J. Babu


  • ভ্রম  - এম.জে. বাবু

  • বইয়ের নাম - ভ্রম 
  • বইয়ের লেখক- এম.জে. বাবু 
  • বইয়ের প্রকাশনী- গ্রন্থরাজ্য 
  • বইটির মূল্য- ২২০ টাকা মাত্র 
  • বইটির রেটিংঃ ৪.৫/৫


  • "কথায় কথায় কান্না করা মেয়েরা খুব মানুষের জন্য সত্যিকারের চোখের পানি ঝরায়"___ ভ্রম


  • এটা কতটা সত্যি নারীকূল ভালো বলতে পারবে, আমাদের মত হাবা পুরুষদের জন্য নারীই মানে মিস্ট্রি আর এসব বুঝা কোয়ান্টাম ফিজিক্স থেকেও কয়েকগুণ বেশি কঠিন।


  • যাই হউক মূল গল্পে যাই,  গল্পটা আসলে একজন পুরুষের জবানিতে তার দুনিয়াটা কেমন সেটা নিয়ে। একটা নিতান্ত অপদার্থ ছেলে, অপদার্থ মানে আসলেই সত্যিকার অর্থে অপদার্থ। ভার্সিটির আদুভাই, কয়েকবার পরিক্ষা দিয়েও পাশ করতে পারে না। বাবা দ্বারা নিগৃহিত,অত্যাচারিত ও বটে। কেউ সিরিয়াসলি নেই না। মানে আমার মত যারা অপদার্থ  তাদের মত একদম। গল্পটা পড়তে পড়তে মনে হয়েছিল যে এটা তরুণের গল্প না,  এটা আমার গল্প। তবে তরুণের দুনিয়াটা আসলে নারীকেন্দ্রিক। সারদা! হ্যা,সারদায় তরুণের জীবন। রহস্যময়ী আর মায়াবতী, সুন্দরি একটা মেয়ে। সেই রহস্যের বেড়াজালে তরুণ ও আটকে আছে। অনেক চেষ্টা করেছে সে মায়াজাল ভেঙ্গে সারদার কাছে পৌছাতে, কিন্তু পারেনি। শেষবারের মতো রবিন্দ্রনাথের প্রয়াণদিবস এ বের হয়ে যায় তরুণ। তরুণ পারবে কী সারদাকে  ধরতে, না কী দিগন্তের মতো সারাজীবন অধরা থেকে যাবে? জানতে হলে অবশ্যই এই সুপাঠ্য বইটি পড়তে হবে।


  • পাঠ প্রতিক্রিয়া

 বইটা শেষ করে একটা ঘোরে চলে গেছি। লেখকের প্রথম বই দিমেন্তিয়া পড়ে যেমন চোয়াল ঝুলেছিলো,  ভ্রম পড়ে একদম জমে যাই। অসাধারণ একটা এন্ডিং। সবচেয়ে মুগ্ধ করবে লেখকের গল্প বলার ধরণ। একটা সাধারণ  গল্পকে অসাধারন আর সুপাঠ্য বানিয়ে দিয়েছে লেখক। গল্পটার এন্ডিংটা আপনার মনে দাগ কাটবে। আপনি ভ্রম শেষ করে নতুন একটা ভ্রমে পড়ে যাবেন।  যারা রোমান্টিক  বই পছন্দ করেন, আর বস্তাপঁচা রোমান্টিক বই পড়ে বোর হয়ে গেছেন , তাদের জন্য এই বইটা একটা আশির্বাদ। অ্যাবস্ট্রাক্ট সাইকোলজিক্যাল রোমান্টিক একটা বই। তবে এত ভালো লাগার মধ্যে কিছু বিরক্তির জায়গা হলো প্রিন্টং মিস্টেক। বাবা এর বদলে বাব, বাবা নেভি অফিসার পুরো গল্পে এক জায়গায় আর্মি অফিসার।  এরকম ৩-৪ টা ভুল ছিলো। বাট ওভার অল মাস্ট রিড একটা বই।

টাগঃ ভ্রম  - এম.জে. বাবু | brom M. J. Babu

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com