সারমর্ম - সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।

Educational help
0

 সারমর্ম - সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।




সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে 
যা দিলে তো ধনরতন আছে কিনা রানীর মতন,
 শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এ 
কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন গগোনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে 
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো 
ওই আলোতে নয়ন মেলে মুদিব নয়ন শেষে।



Tag:- সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সারমর্ম, সার্থক জনম আমার কবিতার সারমর্ম, জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি, জন্মভূমি কবিতার মূলভাব।




Tag:- সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সারমর্ম, সার্থক জনম আমার কবিতার সারমর্ম, জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি, জন্মভূমি কবিতার মূলভাব।

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)