সারমর্ম - সবারে বাস রে ভালো নইলে মনের কালো মুছবে না রে। আজ তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে।
সারমর্ম - সবারে বাস রে ভালো নইলে মনের কালো মুছবে না রে। আজ তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে।
সবারে বাসরে ভালো
নইলে ভোরের কাল বুঝবে না রে!
আজ তোর যাহা ভালো
ফুলের মত দে সবারে।
করি তুই আপন আপন,
হারালি যা ছিল আপন
বিলিয়ে দে তুই যারে তারে।
যারে তুই ভাবিস ফণি
তারো মাথায় আছে মনি
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে?
সবাই যে তোর মায়ের ছেলে
রাগবি কারে, কারে ফেলে ?
একই নায়ে সকল ভায়ে
যেতে হবে রে ওপারে।
Tag:- সবারে বাস রে ভালো নইলে মনের কালো মুছবে না রে। আজ তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে পনগ উক্তিটি কার, সবারে বাস রে ভালো নইলে মনের কালো মুছবে না রে। আজ তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে সারমর্ম, সবারে বাসরে ভালো নইলে মনের কালো মুছবে না রে সারমর্ম,