সারমর্ম - দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে।
সারমর্ম - দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে।
দন্ডিতের সাথে
দন্ডদাতা কাদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পাই কোন, তারে দণ্ডদান
প্রবল এর অত্যাচার। যে দন্ড বেদনা
পুত্রেরে পারো না দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে তারও পিতা আছে
অপরাধী হবে তুমি তার কাছে।
Tag:- দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সারমর্ম, দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে উক্তিটি কোন কাব্যের, দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে পঙক্তি টি কার, দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে ব্যাখ্যা করো,