একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন & একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সহ বিস্তারিত

Admin
0
একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলী, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচী, কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন, কলেজে ভর্তি হওয়ার নতুন নিয়ম, একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র


কলেজে ভর্তি হতে যেসব কাগজ-পত্র  অব্যশই প্রয়োজন হবে 


১/ চূড়ান্ত ভর্তি ফরম স্ব স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে।(কলেজে ভর্তির দিন কলেজে দেওয়া হবে ফর্মটা)

কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন | কলেজে ভর্তি হওয়ার নতুন নিয়ম | একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

২/ ৬ ডিজিটের সিকিউরিটি কোড!! প্রিন্ট করে বের করে নিবেন কম্পিউটার দোকান থেকে ২-৩কপি
সিকিউরিটি কোড ১বার উদ্ধার করা যায়!! ২বারের বেশী ট্রাই করলে আপনার কোড উদাও হয়ে জাবে তখন কলেজে ভর্তি হতে পারবেন না!! তাই নিজে নিজে বের না করে  কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে নিবেন

৩/এসএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২-৫ কপি (সত্যায়িত)

৪/এসএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২-৫ কপি (সত্যায়িত)

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম | একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা | একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচী

৫/এসএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২-৫ কপি (সত্যায়িত)

৬/এসএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২-৫ কপি করে ফটোকপি।

৭/শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।

৮/পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।

৯/শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।২-৩ কপি

১০/পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যারা ২০১৮ এবং ২০২৪ সালে এসএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)

একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলী | একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন | একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

১১/কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য

১২/পিতা -মাতা/অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ২-৫ কপি

এর বাহিরে যদি কাগজ লাগে তাহলে কলেজে ভর্তির আগে যে কলেজে আসছেন ঐ কলেজের ওয়েবসাইট অথবা ওদের নোটিশ বোর্ড চেক করবেন।

বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠানো অনেক ঝামেলা।



 টাগঃ একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলী, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচী, কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন, কলেজে ভর্তি হওয়ার নতুন নিয়ম, একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)