Where I am now - কিভাবে নিজের লোকেশন দেখবেন ম্যাপে ঠিকানা যোগ করবেন সহ অনেক তথ্য
আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের গুগলের অনেক গুরুত্বপূর্ণ কিছু সার্ভিস সম্পর্কে নিয়ম এবং বিস্তারিত আলোচনা করবো। তো চলুন শুরু করি।
আমি এখন কোথায় আছি | গুগল সার্চের নিয়ম
অনেক সময় আমরা অচেনা যায়গায় যেতে হয়। সেই যায়গায় এই আধুনিক যুগেও অন্য কাউকে যদি বলি এটা কোন যায়গা তবে অনেকে হাসতেও পারে। কেননা, কম বেশি সবাই জানে যে মোবাইল ব্যবহার জানলেই যে কেউ সকল যায়গার লোকেশন ভের করে নিতে পারে নিমিষেই। কেন আপনি কাউকে বলবেন আমি এখন কোথায় আছি? আপনি চাইলে ৩০ সেকেন্ডে পারেন সঠিক এবং নির্ভুল ভাবে আপনার লোকেশন ভের করে নিতে।
কিভাবে নিজের লোকেশন ভের করবো ভাবতেছেন তাইতো? চলুন দেখি কিভাবে ভের করবো কোথায় আছি আমি সেই যায়গাটির লোকেশনটি।
প্রথমে মোবাইলের নোটিফিকেশন বার থেকে বা সরাসরি মোবাইলের সেটিং এ ঢুকে location অপশনে ক্লিক করুন। তারপর লোকেশন আপনার অফ থাকলে অন করে দিন।
তারপরে আসুন আপনার এপ লিস্টে। এই লিস্ট থেকে map এপস টি তে ক্লিক করে map এপটি অপেন করুন।
তারপরে উপরের ছবির মত আসবে যদি এর আগে এই এপসটি কখনো অপেন বা সেটাপ না করে থাকেন। আপনি এবার accept & continue তে ক্লিক করে দিন।
তারপরে উপরের পিকচারের মত অপশন দেখবেন মোবাইলে ভাসতেছে। আপনি এবার yes, I'm in লিখায় ক্লিক করে দিন।
এবার আপনার এপটি অপেন হয়ে যাবে আর এপের ভেতরে ঢুকে যাবেন আপনি। এখন আপনি উপরের দাগ দেয়া অপশনটিতে ক্লিক করে সামান্য সময় ধর্য ধরুন।
এবার আপনায় এমনটি দেখাবে উপরের পিকচারের মতই। আপনি Ok লিখায় একটা ক্লিক করে আরো সামান্য অপেক্ষা করুন।
এবার দেখুন আপনি কই এখন সেই যায়গার নাম সহ রাস্তা আশেপাশে কি কি আছে সব দেখাচ্ছে গুগল ম্যাপ। আপনি ভালোভাবে আপনার অবস্থানরত যায়গাটির নাম দেখে নিন আরামসে।
কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব | গুগল ম্যাপে লোকেশন
এখন হয়তো আপনাদের প্রশ্নো হবে আপনার কোন যায়গার লোকেশন কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন। খুব সহজে আপনি চাইলে আপনার গুগল ম্যাপে লোকেশন যোগ করে রাখতে পারেন। কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন এবং কিভাবে গুগল ম্যাপে লোকেশন রাখবেন যোগ করে তা নিচে স্টেপ বাই স্টেপ দেখালাম।
আপনার মোবাইলের ম্যাপ এপটি অপেন করলেই এরকম অপশন দেখতে পাবেন। উপরের পিকচারে দেখানো অপশনে ক্লিক করুন।
দেখবেন আপনার মোবাইলে উপরের পিকচারের মত ইউন্ডো অপেন হয়েছে। এইখানে একটা অপশন দেখবেন যার মাঝে লিখা আছে somewhere else? আপনি এই লিখায় ক্লিক করুন।
এখন আপনার মোবাইলের স্কিনে এরকম অপশন আসবে যেখানে উপরে একটি লিখার ঘর দেখতে পাবেন। লিখার ঘরে আপনি আপনার ঠিকানাটি লিখুন। ঠিকানা লিখা শেষ হলে নিচে দেখবেন একটা অপশন আসছে যেথায় লিখা আছে add a new business or landmark. আপনি এই লিখায় ক্লিক করুন।
এখন আপনার মোবাইলে উপরের দেখানো পিকচারের মত দেখাবে। আপনি এখানে আপনার এড্রেস সাথে ঠিকানার ক্যাটাগরি মানে এটা বাসা নাকি বাজারা নাকি সপ নাকি অন্য কিছু তা সিলেক্ট করে তারপরে আপনার মোবাইল নাম্বারটি নিচের primary phone number অপশনে এড করুন। তারপরে নিচের ঘরে আপনার কোন ওয়েবসাইট থাকলে সেইটাও দিয়ে তারপরে উপরের ডান কোনায় দেখানো তির চিহ্নতে ক্লিক করুন। গুগল বলবে আপনায় thank you for submitting your location details. কিছু সময় পরে দেখবেন এখানে আপনার দেয়া লোকেশনটি গুগল সেটাপ করে নিয়েছে।
গুগল স্যাটেলাইট ম্যাপ | গুগল ম্যাপ এর ব্যবহার
আপনি এখন হয়তো ভাবতেছেন, আপনি গুগল স্যাটেলাইট ম্যাপ কিভাবে ব্যহার করবেন। বা হয়তো ভাবতেছেন গুগল স্যাটেলাইট ম্যাপের কাজ কি? আসলে গুগল স্যাটেলাইট ম্যাপের কাজ হচ্ছে প্রায় সরাসরি লাইভ আকারে যায়গার লোকেশন দেখানো।
উপরের পিকচারে দেখুন কিভাবে গুগল স্যাটেলাইট ম্যাপ লোকেশন দেখাচ্ছে। ভাবতেছেন হয়তো গুগল ম্যাপের ব্যবহার করবেন কিভাবে। আমি বলি তবে শুনুন, উপরে যেভাবে দেখিয়েছি ঠিক সেই ভাবেই ব্যবহার করবেন। তবে অল্প কিছুটা আরো কাজ করতে হবে আপনায়। গুগল ম্যাপে ঢুকার পরে বাম পাশের উপরের দিকে অপশন মেনু দেখতে পাবেন। সেই অপশন মেনু তে ক্লিক করলে লিস্ট ভের হবে। লিস্টের মাঝে দেখুন একটা অপশন আছে যার নাম হবে satellite. ওই satellite অপশনে ক্লিক করতে হবে আপনায়। তারপর আপনার এই ভাবে উপরের পিকচারের মত দেখাবে সরাসরি প্রায় লাইভ এর মত লোকেশন গুলো।আমি আশা করি আপনাদেরকে এই আমি এখন কোথায় আছি, গুগল সার্চের নিয়ম , কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব, গুগল ম্যাপে লোকেশন, গুগল স্যাটেলাইট ম্যাপ, গুগল ম্যাপ এর ব্যবহার, এগুলো সম্পর্কে ভালো ভাবে বুঝাতে পেরেছি। তারপরেও কারো আরো কিছু জানার থাকলে পোস্টের নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো সেই প্রশ্নো গুলোর ও কমেন্টে উত্তর করার। ভালো থাকবেন আর হে আমার জন্য দোয়া করবেন,,,,,, আল্লাহ হাফিজ।
টাগঃ আমি এখন কোথায় আছি, গুগল সার্চের নিয়ম , কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব, গুগল ম্যাপে লোকেশন, গুগল স্যাটেলাইট ম্যাপ, গুগল ম্যাপ এর ব্যবহার