নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি সংজ্ঞা, উদাহরণ সহ মনে রাখার খুব সহজ টেকনিক দেখুন এখানে

Admin
0
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে, নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি, নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে,  নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার কৌশল,  নিপাতনে সিদ্ধ অর্থ কি


নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে | নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি | নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে | নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার কৌশল | নিপাতনে সিদ্ধ অর্থ কি

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে

যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি মনে রাখার শর্টকাট টেকনিট।


#পতঞ্জলি বাবু তার #একাদশ পড়ুয়া #ষোড়শী নাতনী #মনীষা কে নিয়ে #বৃহস্পতিবার ভোরে গরুর গাড়িতে চড়ে পথে গ্রামের মেঠো পথে #গোষ্পদ রেখে #দ্যুলোক ভ্রমনে বের হলেন। আঁধার নেমে এলে তারা এক #বনস্পতি গাছের নিচে রাত্রি যাপনের জন্য স্থির হলেন। সকালে ঘুম থেকে জেগে তারা #পরস্পরের দিকে #আশ্চর্য হয়ে তাকালেন। কোন এক #তস্কর তাদের শূন্য করে গিয়েছে।

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে | নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি | নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে | নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার কৌশল | নিপাতনে সিদ্ধ অর্থ কি



•পতৎ+অঞ্জলি= পতঞ্জলি
•এক্+দশ= একাদশ
•ষট্+দশ= ষোড়শ
•মনস্+ঈশা= মনীষা
•বৃহৎ+পতি= বৃহস্পতি
•গো+পদ = গোষ্পদ
•দিব্+লোক= দ্যুলোক
•বন্+পতি= বনস্পতি
•পর্+পর= পরস্পর
•আ+চর্য= আশ্চর্য
•তৎ+কর = তস্কর

আশা করি আপনারা এই টেকনিকে মনে রাখতে পারেন এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কে। ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ
টাগঃ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে, নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি, নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে,  নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার কৌশল,  নিপাতনে সিদ্ধ অর্থ কি

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)