ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রশ্ন সমাধান 2024-2024 | du c unit question 2024-20

Admin
0
ঢাবি C ইউনিটের প্রশ্ন সমাধান ২০১৯-২০২০, ঢাবি  সি ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৯-২০২০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রশ্ন সমাধান 2019-2020, du c unit question 2019-20, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রশ্ন ও সমাধান ২০১৯-২০২০


ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রশ্ন সমাধান 2024-2024 | du c unit question 2024-20 | ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪


বাংলা অংশ সমাধানঃ

১. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী
২. ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে….
উত্তরঃ ল্যুভ
৩. নিচের কোন শব্দগুচ্ছ সমর্থক?
উত্তরঃ ছবি , আলেখ্য, তসবির,নকশা
৪. কোন সমাসের পূর্বপদটি অব্যয় অথবা উপসর্গ এবং উত্তর পদটি বিশেষ্য দ্বারা গঠিত—-
উত্তরঃ অব্যয়ীভাব সমাস
৫. ঝোলের লাউ অম্বলের কদু বাগধারার অর্থ কী?
উত্তরঃ সব পক্ষের মন জুগিয়ে চলা
৬. অর্থগত দিক থেকে হবিণ” কোন শ্রেণির শব্দ
উত্তরঃ রূঢ়ি
৭. রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল?
উত্তরঃ ১১৮৯ সনে
৮. নিচের কোনটি বাংলায় নেই?
উত্তরঃ দন্তৌষ্য
৯. ‘জাদু শব্দ বাংলায় এসেছে যে ভাষা থেকে|
উত্তরঃ ফরাসি
১০. রাবণের মায়ের নাম কী?
উত্তরঃ নিকষা
১১. প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে?
উত্তরঃ বিড়াল
১২. নিপাতনে সিদ্ধ হয়ে সঙ্গিবদ্ধ হয়েছে কোনটি?
উত্তরঃ বৃহস্পতি

ঢাবি C ইউনিটের প্রশ্ন সমাধান ২০২৪-২০২৪ | ঢাবি  সি ইউনিট প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪  

ইংরেজী অংশ সমাধান

13. Even as a child, sleep____Sumana
Ans: eluded
14. I am looking forward to____ you
Ans: seeing
15. The tall gentleman____ by the door is the bank manager
Ans: standing
16. The building is made ____bricks
Ans: of
17. The bullet train travels____200 miles an hour
Ans: at
18. The expression ‘distinctive qualities means those qualities of a person which____
Ans: make him her different from others
19. Which is synonym of the word incredible?
Ans: inconceivable
20. Choose the opposite word-
Ans: devilish
21. Find the misspelt word-
Ans: Percieve (The right spelling is Perceive)
22. The word paradigm means-
Ans: Example
23. What does the sentence mean?-
Salman is one of the richest persons in the town
Ans: Very few persons in the town are as rich as salman
24. Choose the right sentence –
Ans: Who does the book belong to?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রশ্ন সমাধান 2024-2024 | du c unit question 2024-20 | ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪


হিসাববিজ্ঞান অংশ সমাধানঃ

25. নিচের কোন সমীকরনটি সঠিক নয় ?
উত্তরঃ A+O/E=I
26. বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে/
উত্তরঃ ক্রেডিট
27. একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে?
উত্তরঃ ডেবিট, ক্রেডিট , শূন্য জের
28. নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়?
উত্তরঃ মেশিনের বীমা খরচ
29. প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়কৃত পণ্যের বাম যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পন্যের ব্যয় কত ?
উত্তরঃ 100,000 টাকা
30. নিচের কোন হিসাবটি বছের শেষে বন্ধ করে দেওয়া হবে ?
উত্তরঃ উত্তোলন
31. উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় –?
উত্তরঃ একটি নির্দিষ্ট তারিখে
32. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?
উত্তরঃ মূল্য সংযােজন বিবরণী
33. দুইজন অংশীদাকের মুনাফা বণ্টন অনুপাত ২:১। তৃতীয়জনকে ১/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?
উত্তরঃ 8:4:3
34. অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অচয় সবচেয়ে কম দেখাবে?
উত্তরঃ সরলরৈখিক পদ্ধতি
35. পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার চেক চুলে নগদ বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে/
উত্তরঃ নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
36. মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর?
উত্তরঃ LIFO
ব্যবসায় নীতি ও প্রয়োগ অংশ সমাধানঃ
37. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি?
উত্তরঃ অসীম দায়
38 .সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়ােজন?
উত্তরঃ 10 জন
39. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
উত্তরঃ পরিকল্পনা
40. গিলব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়?
উত্তরঃ সময় ও গতি নিরীক্ষা
41.কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
উত্তরঃ এফ. ডব্লিউ টেলর
42. আধুনিক সংগঠন কাঠামো কোনটি?
উত্তরঃ মেট্রিক্স
43. সম্পদ আহরন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তত?
উত্তরঃ উৎপাদন
44. অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি?
উত্তরঃ চুক্তি
45. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
উত্তরঃ চিরস্থায়ী
46. পরিকল্পনার সংখ্যাহাক প্রকাশকে বলে?
উত্তরঃ বাজেট
47.মাসলাের চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা?
উত্তরঃ সামাজিক
48.—-হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ এবং ___ হচ্ছে প্রতিনিধির উদাহরণ?
উত্তরঃ শেয়ারহােল্ডার ব্যবস্থাপক

ঢাবি C ইউনিটের প্রশ্ন সমাধান ২০২৪-২০২৪ | ঢাবি  সি ইউনিট প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪  


মার্কেটিং অংশ সমাধানঃ

49. চুড়ান্ত ভােক্তার কাছে পণ্য পৌছায় কে ?
উত্তরঃ মধ্যস্থব্যবসায়ী
50. নিচের কোনটি মার্কেটিং প্রমােশনের উপাদান হিসেবে বিবেচিত?
উত্তরঃ গনসংযোগ
51. নিচের কোনটি ভােক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়?
উত্তরঃ প্রতিযােগিতামূলক অবস্থান
52. বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কয়টি ?
উত্তরঃ চারটি
53. পণ্যের জীবন চক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে?
উত্তরঃ পূর্ণতা স্তর
54. অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় ?
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
উত্তরঃ বিজ্ঞাপন
55. নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলির অন্তর্ভুক্ত?
উত্তরঃ দূষণ রোধ
56. নিচের কোনটি ভােগ্য পণ্য?
উত্তরঃ টেলিভিশন
57. নিচের কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান?
উত্তরঃ বাজার প্রকৃতি এবং চাহিদা
58. শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভােক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযােজ্য?
উত্তরঃ বিশিষ্ট পণ্য
59. বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেট-এর উদাহরণ?
উত্তরঃ আগোরা
60. নিচের কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ?
উত্তরঃ বাজারজাতকরণ রণকৌশল প্রস্তুত

ফাইন্যান্স ও ব্যাংকিং অংশ সমাধানঃ

61. নিচের কোনটি চলতি মূলধনের উপাদান?
উত্তরঃ মজুদ পন্য
62. বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
উত্তরঃ ঋণাত্মক
63. আধুনিক অগ্নি-বিমার জনক কে?
উত্তরঃ নিকোলাস বারবন
64. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
উত্তরঃ তালিকাবদ্ধ কোম্পানিগুলাের নিয়ন্ত্রণ ও তদৱকি
65. নিচের আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা–
উত্তরঃ বন্ড, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার
66. কোন ধরনের চেক হস্তান্তরে অনুমােদনের প্রয়োজন নেই?
উত্তরঃ বাহক চেক
67. নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ মূলধন নয়?
উত্তরঃ প্রদেয় কর
68. নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে?
উত্তরঃ বন্ড
69. নিচের কোনটি জীবন-বিমার ক্ষেত্রে প্রযােজ্য নয়?
উত্তরঃ ক্ষতিপূরণের চুক্তি
70. বিনিময় বিলের প্রস্তুতকারী কে?
উত্তরঃ আদেষ্টা
71. নৌ বীমা সর্বপ্রথম চালু হয় কোণ দেশে?
উত্তরঃ ইতালিতে
72. মূলধন বাজেটিং এর পদ্ধতিসমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থ সময়মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করেনা?
উত্তরঃ গড় মুনাফার হার

টাগঃ ঢাবি C ইউনিটের প্রশ্ন সমাধান ২০২৪-২০২৪, ঢাবি  সি ইউনিট প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের প্রশ্ন সমাধান 2024-2024, du c unit question 2024-20, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রশ্ন ও সমাধান ২০২৪-২০২৪

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)