আমরা যদি না পারি, তবে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুলোও পারবে না - ড.আসিফ মাহমুদ

Admin
0

আমরা যদি না পারি, তবে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান  গুলোও পারবে না - ড.আসিফ মাহমুদ


কোভিড ১৯ এর ভেক্সিন নিয়ে শত ভাগ আত্ববিশ্বাসী গ্লোব বায়টিকের গবেষণা প্রধান ড.আসিফ মাহমুদ 
বলছেন,  নিয়ন্ত্রক সংস্থার আন্তরিক  সহযোগিতা পেলে,

৬ মাসের মধ্যেই তা মানুষের কাছে পৌছানো সম্ভব।
তার মতে এ কাজে বড় চেলেঞ্জ, সময় মত কাচা মাল পাওয়া।

করোনা ভেক্সিন নিয়ে শত ভাগ আশাবাদী তিনি সরকার চাইলে ডিসেম্বরেই ভেক্সিন বাজারে আনা সম্ভব।
(ড.আসিফ মাহমুদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণার প্রতি বাড়তি টান থেকেই গ্লব বায়টিকে যোগদেন ২০১৬ সালে সুযোগ ছিল এখনো আছে যুক্তরাষ্ট্রএর মত দেশে থাকার, কাজ করারও। তানা করে দেশেই গবেষণায় মন দেয় জাপানে Phd করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী।  এরি মধ্যে কিডনি ও ক্যানসারের মত জটিল রোগের ঔষধ তৈরি করে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন অপেক্ষায় গ্লোব -বায়োটিক।)
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়ার দিন থেকেই ভেক্সিন নিয়ে গবেষনা শুরু করেন আসিফ মাহমুদরা। প্রথম দফায় এনিমেল ট্রায়ালে সফলতার পর বৃহস্পতিবার তা জানান দেশবাসীকে।

আদৌ এই ভেক্সিন আসবে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ।তাদের খানিক টা ধৈয ধরার অনুরোধ ড.আসিফের।
আর এই ভেক্সিন আবিষ্কারে যে কিছু চেলেঞ্জ আছে তাও জানা তার।
 
এই আবিষ্কার এর পিছনে, পেশাদারিত্বের পাশাপাশি নিজের আবেগ ও যে জড়িত  সে কথাও স্পষ্ট করেন এই বিজ্ঞানী।

তার ভাস্যমতে "আমাদের ইকুএপমেন্ট এর যে সেট আপ তা ইউরোপ এর অনেক দেশ গুলোতেও নেই।
আমরা যদি না পারি তবে,বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুলোও পারবে না।"


টাইম অফ বিডি /আরিয়াত জাহান মরিয়ম

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)