আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটরবৃন্দ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ধাঁধা। এই পোস্টে আমি শেয়ার করবো আপনাদের সাথে হাসির ধাঁধা, মজার ধাঁধা বাংলা ধাঁধা ধাঁধা উত্তর সহ ছবি, গণিতের ধাঁধাঁ উত্তর সহ, ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, অংকের ধাঁধা উত্তর সহ অনেক রকমের ধাঁধা। আশা করি আপনাদের জন্য এই হাসির ধাঁধা, মজার ধাঁধা বাংলা ধাঁধা পোস্টটি অনেক উপকারে আসবে। তাহলে আসুন শুরু করি আজকের হাসির ধাঁধা, মজার ধাঁধা বাংলা ধাঁধা।
হাসির ধাঁধা | মজার ধাঁধা | বাংলা ধাঁধা
কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা,
নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা?
উত্তরঃ আঠার হাজার পাতা
শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়,
কালিদাস পন্ডিত কয়, যাহা বুঝেছ, তাহা নয়।
উত্তরঃ দরজার খিল
শহর থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে,
কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ
পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ,
বৃদ্বকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।
উত্তরঃ বাঁশ
বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,
পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে।
উত্তরঃ ব্যাঙ
হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে,
যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে।
উত্তরঃ মেয়েদের হাতের চুড়ী
আমি তুমি একজন দেখিতে এক রুপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
উত্তরঃ নিজের ছবি
কালিদাস পন্ডিতের ফাঁকি,
আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে
কত থাকে বাকী?
উত্তরঃ কিছুই না, শূন্য
শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ,
দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ।
উত্তরঃ মশারী
শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার।
চিতায় তারে পুড়িয়া মারে,
তবু সে উহ আহ না করে।
উত্তরঃ সিগারেট
দিনের বেলায় শ্বশুর হয়, রাতের বেলায় ভাসুর হয়, শুইতে গেলে স্বামী হয়, ধরতে গেলে পাপ হয়,
ধাঁধাঁর উত্তর দিবেন কিন্তু আপনারা।
ধাঁধা | ধাঁধা উত্তর সহ ছবি | গণিতের ধাঁধাঁ উত্তর সহ
একবার জন্মায়, আবার মরে
আবার জন্মায়, তারপর মরে।
এই মরা শেষ মরা, ঘুমিয়ে পড়ে।
উত্তরঃ দাঁত
এক ঘরে এক থাম।
বলো তার কী নাম?
উত্তরঃ ছাতা
এক আছে এক বুড়ি।
চোখ তার বারো কুড়ি!
উত্তরঃ আনারস
এমন একটা গাই আছে, যা দেই তাই খায়
কিন্তু পানি দিলে মরে যায়।
উত্তরঃ আগুন
আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণি।
দেখতে এসে সবাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’
উত্তর: সিনেমা বা নাটক
আমাকে না পেলে, সবাই করে হায় হায়,
ইচ্ছামতো আসি যদি, দেয় আমাকে বিদায়।’
উত্তর: পানি
কোন ফলের ফুল ফোটে কি ফোটে না,
সকালে-বিকালে কেউ তো দেখে না।’
উত্তর: ডুমুর
মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর।
ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।’
উত্তর: ডিম
উড়তে পেখম বীর, ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।
উত্তর: মশা
আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণি,
দেখতে এসে মোরে সদাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’ - কি দেখে ব্যথা ভোলে?
উত্তর: মাতা
আমি যাকে মামা বলি বাবাও বলে তাই,
ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই।’
- কাকে সবাই মামা বলে?
উত্তর: চাঁদ
আমি যারে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম।
সে যখন চলে গেলো, তখন তারে নিয়ে এলাম।’
- কী আনতে গিয়ে কী দেখলো?
উত্তর: বৃষ্টি ও পানি
আম নয় জাম নয়, গাছে নাহি ধরে।
সব লোকে ফল বলে, জানে শুধু তারে।’
উত্তরঃ পরীক্ষার ফল
আশ্চর্য বাদ্যযন্ত্র জুড়ি মেলা ভার
সে যদি বাজ খায় থাকে তার ‘তার’।
তার যদি কেটে যায় তবু নিঃসন্দেহে,
অর্ধেকের বেশি ছাড়াও বিদ্যমান সে।’
উত্তরঃ সেতার
আছে কল, আছে জল, মাটি, পাতা রস
অনল, পবন, ধুম্র সবার পরশ।
মুখে মুখে কহে কথা, এক বোল বলে
না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।’
উত্তরঃ সাজানো হুক্কা
আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম,
মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল।’
উত্তরঃ নাশপাতি
কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’
উত্তর: পুকুর
কাজ করি সুড় দিয়ে নই আমি হাতি।
পরের উপকার করি, তবু খাই লাথি।’
উত্তর: ঢেঁকি
ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ | অংকের ধাঁধা উত্তর সহ
কায়স্ত অস্ত্র ছাড়া, পাঁঠা ছাড়ল পা।
লবঙ্গে বঙ্গ ছাড়া, এনে দেব তা।’
উত্তর: কাঁঠাল
কালো মুখো পুত যার, বুকে আঘাত করে,
কিন্তু মার অভিশাপে, জ্বলে-পুড়ে মরে।’
উত্তর: দিয়াশলাই
টাগ : হাসির ধাঁধা, মজার ধাঁধা, বাংলা ধাঁধা, ধাঁধা, ধাঁধা উত্তর সহ ছবি, গণিতের ধাঁধাঁ উত্তর সহ, ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, অংকের ধাঁধা উত্তর সহ
Post a Comment