দেশে করোনাভাইরাস শনাক্তের পর দ্বিতীয় ধাপে সঙ্কট

Admin
0

দেশে করোনাভাইরাস শনাক্তের পর দ্বিতীয় ধাপে সঙ্কট 


দেশে করোনাভাইরাস শনাক্তের পর দ্বিতীয় ধাপে সঙ্কট চলছে। স্যানিটাইজার জীবাণু প্রতিরোধক সামগ্রির সাথে বেশ কিছু কমেডিন বেচা কেনা হচ্ছে। ঔষধ সেগুলো করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে গুজব রটেছে। রোগীরা মনে করতেছেন এই ওষুধগুলো হয়তো করোনা ভাইরাসের প্রতিরোধক এবং প্রতিষেধক। তাই রাজধানীর বিভিন্ন ফার্মাসি থেকে ক্রেতারা এই মেডিসিন গুলো ক্রয় করতেছেন। যদি কখনো তাদের ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ বা নিজেরা আক্রান্ত হয় তখন ঔষধ যদি না মিলে সেই ভয়ে অগ্রিম ফার্মাসি থেকে এইসব মেডিসিন গুলো সংগ্রহ করে নিতেছে।

দেশে করোনাভাইরাস শনাক্তের পর দ্বিতীয় ধাপে সঙ্কট 


রাজধানীর বিভিন্ন ফার্মেসি থেকে স্যানিটাইজার সহ গ্লাভস সহ অনেক কিছু প্রায় শেষ হয়ে গেছে। ফার্মাসি মালিকপক্ষ জানাচ্ছে বড় বড় ঔষধ কোম্পানি গুলো সেই সব সামগ্রী পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছে না তাই এমন সংকট বলে তারা দাবি করে। অনেকে দাবী করতেছেন এইসব মেডিসিন গুলো এবং জীবাণুনাশক গুলি অনেকে বেশি আকারে কিনে নিয়ে যাওয়াতে সংকট দেখা দিয়েছে। জীবাণুনাশকের অভাবের পাশাপাশি গত কয়েক দিনে অস্বাভাবিক হারে বেড়েছে কয়েকটি ওষুধের বিক্রি। রিকোনিল, অ্যাপ্লক কুইন, এরিস্টো মাইসিন, সহ বেশ কিছু ঔষধ ব্যাপক হারে রাজধানীর ফার্মেসীগুলোতে বিক্রি হচ্ছে। যার জন্য এসব ঔষধগুলো সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টা লুকানোর চেষ্টা করতেছেন এবং ডাক্তাররা সন্দেহ করতেছেন যদি এইসব মেডিসিন কোন লোক নিয়মিত ব্যবহার করে তবে হার্ট অ্যাটাক বা অন্যান্য অনেক রকম সমস্যায় সম্মুখীন হতে পারে।

দেশে করোনাভাইরাস শনাক্তের পর দ্বিতীয় ধাপে সঙ্কট 


যার ফলস্বরূপ মৃত্যু হতে পারে এমনটা দাবি করেছেন চিকিৎসকরা।
টাগ: করোনা আপডেট, করোনা, বাংলাদেশের করোনা সংবাদ, করোনা লাস্ট আপডেট, 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)