করোনা ভাইরাস কী | করোনা ভাইরাস কীভাবে ছড়ায়| করোনা ভাইরাস এর লক্ষণ | করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

করোনা ভাইরাস কী | করোনা ভাইরাস কীভাবে ছড়ায়| করোনা ভাইরাস এর লক্ষণ | করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়

করোনা ভাইরাস কী | করোনা ভাইরাস কীভাবে ছড়ায়

করোনা ভাইরাস কী, করোনা ভাইরাস কীভাবে ছড়ায়, করোনা ভাইরাস এর লক্ষণ, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়,

করোনা ভাইরাসের জন্য জনসচেতনতা 



সম্প্রতি পৃথিবীর বুকে হানা দিলো করোনা ভাইরাস। করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। কিন্তু বতর্মানে এটি চীনেই সীমাবদ্ধ নয়, চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে- অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, মালেশিয়া, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলংকা, জার্মানি, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র।

আসুন জেনে নেই 

করোনা ভাইরাস কী:


করোনা হলো এমন একটি ভাইরাস যা প্রথমে ঠান্ডা লাগা থেকে ফুসফুসে আক্রমণ করে এবং ধীরে ধীরে মারাত্মক আকারে রুপ নেয়।ফলে মানুষের মৃত্যুও হতে পারে।


কীভাবে বুঝবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত | করোনা ভাইরাসের লক্ষণ 


* ঠাণ্ডা থেকে সর্দি - কাশি
* সামান্য জ্বর 
* মাথাব্যথা 
* নিউমোনিয়া ও হতে পারে 
* সারা শরীরে ব্যাথা অনুভূত 
* গলা ব্যাথা
* দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ  বিকল হয়ে যাওয়া 
* শ্বাসকষ্ট


করোনা ভাইরাস কীভাবে ছড়ায় : 


করোনা ভাইরাসটি বায়ুবাহিত রোগ তাই এটি খুব ছড়িয়ে পড়তে  পারে। যেমন :
* করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস বা তার স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে।

* হাঁচি - কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়।

* বিভিন্ন পশু-পাখির থেকেও এই রোগের বিস্তার হয়।

* অতিরিক্ত ফরমালিযুক্ত খাবার থেকেও এই রোগ হয়ে থাকে।


কীভাবে বাচঁবো করোনা ভাইরাস হতে | করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় 


* যথা সম্ভব বাইরে জনসম্মুক্ষে অযথা বের হবো না।
* বাইিরে গেলে মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করবো।
* প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে গোসল করবো।
* দীর্ঘদিন ময়লা কাপড় পরিধান করবো না।
* স্বাস্থ্যকর খাবার খেতে হবে ( রান্না করার আগে শাক-সবজি ভালো করে ধুয়ে নিতে হবে)
* রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসঙ্গে রাখবো না।
* প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

** বাংলাদেশে করোনা ভাইরাস  ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আমরা করোনা ভাইরাস প্রতিকারের জন্য পরিষ্কার পরিছন্নতার মাধ্যমে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করবো।
tag: করোনা ভাইরাস কী, করোনা ভাইরাস কীভাবে ছড়ায়, করোনা ভাইরাস এর লক্ষণ, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়,
Next Post Previous Post
1 Comments
  • abdurrob
    abdurrob March 9, 2020 at 9:04 AM

    ভাল লেখা শেযার করার জন্য ধন্যবাদ, করোনা ভাইরাসের জন্য আগাম প্রস্তুতি দরকার।
    আমাদের ও সহজ ইংরেজির কিছু ভিডিও আছে।ইংরেজি যেহেতু বিদেশী ভাষা, তাই আমাদের অনেকে ইংরেজিতে দূর্বল । আমরা চেষ্টা করেছি খুব সহজে ইংরেজি শেখাতে। যারা ইংরেজিতে weak, তাদের জন্য আমার ভিডিওগুলো হতে পারে নতুন উপহার।
    উপহার।ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন,তাহলে কমেন্ট এবং subscribe করতে অনুরোধ রহিল।

Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com