মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা মৃত্যু বরন করেছেন ৪ জন। - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা মৃত্যু বরন করেছেন ৪ জন।

moulvi bazar train accident news

মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা।      

 [ reporter: sayed Md muntahin]


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে গত রবিবার দিবাগত রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন চারজন, আহত হন প্রায় দুইশ’ মানুষ। আহতদের মধ্যে ২৮ জনকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা চিকিৎসা নিয়ে ফিরে গেলেও তাদেরকে দেখতে ওসমানী হাসপাতালে আসছেন দুই মন্ত্রী। আজ বুধবার সকালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও  পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওসমানী হাসপাতাল পরিদর্শন করবেন।

মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা


ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, বরমচালের ওই দুর্ঘটনার পর ২৮ জনকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। তন্মধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে গতকাল সোমবার হাসপাতাল ছেড়ে চলে যান। বাকিরা আজ মঙ্গলবার হাসপাতাল ত্যাগ করেছেন।

মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ মঙ্গলবার দুই মন্ত্রীর সরকারি সফরসূচি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এ সফরসূচিতে উল্লেখ রয়েছে, আজ বুধবার সকালে ট্রেনযোগে সিলেট এসে পৌঁছাবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও  পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এরপর সকাল ৯টায় তারা ওসমানী হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে যাবেন।

মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা

কিন্তু আহতরা চলে যাওয়ার পর মন্ত্রীদের আসার বিষয়টি নিয়ে সিলেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com