মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা মৃত্যু বরন করেছেন ৪ জন।
![]() |
moulvi bazar train accident news |
মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা।
[ reporter: sayed Md muntahin]
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে গত রবিবার দিবাগত রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন চারজন, আহত হন প্রায় দুইশ’ মানুষ। আহতদের মধ্যে ২৮ জনকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা চিকিৎসা নিয়ে ফিরে গেলেও তাদেরকে দেখতে ওসমানী হাসপাতালে আসছেন দুই মন্ত্রী। আজ বুধবার সকালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওসমানী হাসপাতাল পরিদর্শন করবেন।
মৌলভী বাজারের কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনা
ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, বরমচালের ওই দুর্ঘটনার পর ২৮ জনকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। তন্মধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে গতকাল সোমবার হাসপাতাল ছেড়ে চলে যান। বাকিরা আজ মঙ্গলবার হাসপাতাল ত্যাগ করেছেন।