টিকা দানে বাংলাদেশ এত সফল হলো কেমনে| টিকা কর্মসূচি ২০১৯ | বাংলাদেশের শিশু অসুস্থের কারন এবং প্রতিকারে টিকা কর্মসূচি - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

টিকা দানে বাংলাদেশ এত সফল হলো কেমনে| টিকা কর্মসূচি ২০১৯ | বাংলাদেশের শিশু অসুস্থের কারন এবং প্রতিকারে টিকা কর্মসূচি


বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা

জন্মের পর থেকে শিশু বয়স পর্যন্ত অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ আগের সময় বাংলাদেশের শিশুদের জন্য নিয়মিত ঘটনা ছিলো। এখন আর সে দৃশ্য দেখা যায়না। টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগই বরং এখন বিলুপ্তির পথে চলেছে।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


 একসময় যক্ষ্মা, হাম, ধনুষ্টংকার, ডিপথেরিয়া ও হুপিং কাশির মতো রোগের কারণে বহুকাল ধরেই বহু শিশুকে প্রাণ হারাতে হয়েছে কিংবা প্রতিবন্ধী হয়ে এমন কষ্টের জীবন মেনে নিতে হয়েছে। তবে সেই পরিস্থিতি এখন আর নেই। সরকারি হিসেবে গত ২৪ বছরে শিশু মৃত্যুহার কমেছে ৭৩ শতাংশ। এসব রোগে আক্রান্ত হওয়ার খবরও তেমন একটা এখন শোনা যায়না।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


সেন্টার ফর ডিএসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান এবিষয়ে মন্তব্য করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচি পুরো পরিস্থিতিই পাল্টে দিয়েছে।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


"গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সবাই জানে বাচ্চাকে টিকা দিতে হবে। ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষ নিজ উদ্যোগেই আসে। মায়েরা নিজেরাই জানে কোন তারিখে কোন টিকার জন্য যেতে হবে। পরিকল্পিতভাবেই সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এ কাজ করেছে বলেই মানুষ এ সমস্যাগুলো থেকে মুক্তি পেয়েছে"।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


তবে মারাত্মক রোগগুলো থেকে শিশুকে মুক্ত রাখার ক্ষেত্রে এখনকার অভিভাবকরা আসলে কতটা সচেতন? জবাবে নোয়াখালীর ফারহানা বিথী বলছেন, "আমার বাচ্চাকে নিয়মিত টিকা দিয়েছি। সবটিকা দিয়েছি। আমার আশেপাশে যারা তারও বাচ্চাকে নিয়মিত টিকা দিতেই দেখছি। আমি।"

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


মাদারীপুরের আনজুমান জুলিয়া বলেন বাচ্চা গর্ভে থাকা অবস্থাতে তিনি নিজে টিকা নিয়েছিলেন ও তার বাচ্চাকে সব টিকা দিয়েছেন তিনি।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা

আর সুবর্ণা হাই হীরা এবিষয়ে বলছেন বাচ্চার টিকা ও ভ্যাক্সিন যা যা দেয়া দরকার সবই দিয়েছেন তিনি যাতে করে বাচ্চার সুরক্ষা কোনো ঝুঁকিতে না পড়ে।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা

এখন সারা দেশজুড়ে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে যেমন টিকা দেয়া হয় তেমনি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও টিকা দেয়ার সুযোগ নেন বহু মানুষ।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা


অথচ ১৯৭৯ সালে যখন টিকাদান কর্মসূচির যাত্রা শুরু হয়ে ছিলো বাংলাদেশে তখন বিষয়টি এমন ছিলোনা।

বাংলাদেশ টিকা দিয়ে কেমনে পেলো এই সফলতা

১৯৮৫ সালের সরকারি জরিপে দেখা যায়, ১ বছরের কম বয়সী শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল মাত্র ২ শতাংশ। সময়ের পরিক্রমায় সরকারি ও আন্তর্জাতিক নানা সংস্থার নানা উদ্যোগে এখন টিকাদানের হার ৮২ শতাংশের বেশি। যেসব রোগ ঠেকাতে টিকাগুলো দেয়া হতো তার কয়েকটি এখন নেই বললেই চলে। যেমন পোলিও। বাংলাদেশ সরকার দেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে আরও কয়েক বছর আগেই। বিলুপ্তির পথে শিশুদের আরও কয়েকটি রোগও। কিভাবে এলো এই সফলতা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com